1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে ককটেল বিস্ফোরণ ও গুলি ছুড়ে স্বর্ণ দোকানে ডাকাতি, গুলিবিদ্ধ ১ ৪ রাউন্ড গুলি সহ ১ ডাকাত আটক - Dainik Cumilla
বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ০৭:২২ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকাস্থ বুড়িচং-ব্রাহ্মণপাড়া উন্নয়ন সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত কুমিল্লা-৯ নির্বাচনি আসন পুনর্বহাল ও খসড়া বাতিল দাবিতে মহাসড়ক অবরোধ জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে নাঙ্গলকোটে বিএনপির বিজয় র‌্যালী বুড়িচংয়ে মসজিদে নামাজরত যুবককে ছুরিকাঘাত: অভিযুক্ত ২ জন গ্রেপ্তার নাঙ্গলকোটে ইউপি সদস্য আলাউদ্দিন হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন আগামী দিনের বাংলাদেশ কীভাবে চলবে তা নির্বাচিত সংসদ সদস্য ও জনপ্রতিনিধিরাই ঠিক করবেন: ডা. জাহিদ হোসেন জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে লাকসামে জামায়াতের গণমিছিল বৃষ্টি উপেক্ষা করে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণ চৌদ্দগ্রামে জুলাই শহীদ জামশেদ ও মাওলানা শাহাদাতের কবর জিয়ারত করলো জামায়াত নাঙ্গলকোটে বৃষ্টিতে ভিজে জামায়াতের গণমিছিলে জনতার ঢল চৌদ্দগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জামায়াতের গণমিছিল

চৌদ্দগ্রামে ককটেল বিস্ফোরণ ও গুলি ছুড়ে স্বর্ণ দোকানে ডাকাতি, গুলিবিদ্ধ ১ ৪ রাউন্ড গুলি সহ ১ ডাকাত আটক

  • প্রকাশিতঃ রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩২ বার পঠিত

 

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম  প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামের মিয়াবাজারস্থ মসজিদ মার্কেটে ককটেল বিস্ফোরণ ও গুলি ছুড়ে ‘প্রীতি জুয়েলার্স’ নামে একটি স্বর্ণ দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের ছোড়া গুলিতে মোশাররফ হোসেন নামে এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে। পরে স্থানীয় জনতা ধাওয়া করে কাউছার আহমেদ নামে ডাকাত দলের এক সদস্যকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। রোববার (০৯ ফেব্রুয়ারি) দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দীন আহমেদ।

চৌদ্দগ্রাম থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামের মিয়াবাজারস্থ মসজিদ মার্কেটে ‘প্রীতি জুয়েলার্স’ নামে একটি স্বর্ণ দোকানে ক্রেতা সেজে ৮/১০ জনের একটি ডাকাত দল মাথায় মাংকি টুপি ও মুখে মাস্ক পরে অবস্থান নেয়। এ সময় ডাকাতরা কৌশলে দোকান কর্মচারী পলাশ চন্দ্র দত্ত (৩০) কে অস্ত্রের মুখে জিম্মি করে ওই দোকানের স্বর্ণালঙ্কার লুট শুরু করে। কর্মচারী পলাশ ডাকাত বলে চিৎকার করার চেষ্টা করলে তাকে মারধর শুরু করে। ডাকাতির বিষয়টি টের পেয়ে একই মার্কেটের পাশের দোকানদার মো: মোশাররফ হোসেন (৪৫) ডাকাত, ডাকাত বলে চিৎকার করে মার্কেটের মূল গেইটটি বন্ধ করার চেষ্টা করলে ডাকাতরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে সে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। পরে গুলির শব্দ শুনে আশেপাশের লোকজন জড়ো হতে লাগলে ডাকাতরা বিপুল পরিমাণ ককটেলের বিস্ফোরণ ঘটায় এবং এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় স্থানীয় জনতা ডাকাত দলের এক সদস্য ঢাকা উত্তরখানের চান পাড়া গ্রামের মো: আবুল বাশারের ছেলে কাউছার আহমেদ (৩৫) কে আটক করে গণপিটুনি দেয়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জনতার হাতে ধৃত ডাকাত দলের সদস্য কাউছার আহমেদকে নিজেদের হেফাজতে নেয়।

প্রীতি জুয়েলার্সের কর্মচারী পলাশ চন্দ্র দত্ত বলেন, সন্ধ্যার কিছু পরে ৮/১০ জনের মুখোশ পড়া একটি দল ক্রেতা সেজে দোকানে প্রবেশ করে। তারা স্বর্ণ ক্রয় করার অজুহাত দেখিয়ে আমাকে অস্ত্রের মুখে জিম্মি করে দোকানের শো-কেসে এবং লকারে রাখা বিভিন্ন স্বর্ণালঙ্কার নিজেদের কাছে থাকা ব্যাগ ভর্তি করতে শুরু করে। আমি ডাকাত বলে চিৎকার করতে চাইলে তারা আমাকে মারধর করে প্রাণে মারার চেষ্টা করে। আমার চিৎকার শুনে পাশের এক দোকানদার এগিয়ে আসলে তারা তাকে গুলি করে। পরে ককটেল বিস্ফোরণ ও গুলি ছুড়তে ছুড়তে তারা পালিয়ে যাওয়ার সময় জনতা একজনকে আটক করে গণপিটুনি দেয়। পুলিশ এসে তাকে তাদের হেফাজতে নেয়।

চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দীন আহমেদ বলেন, ডাকাতির সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আটককৃত ডাকাত দলের সদস্য কাউছারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। তার দেহ তল্লাশী করে চার রাউন্ড গুলি সহ পিস্তলের একটি ম্যাগজিন উদ্ধার করা হয়। পরবর্তীতে গোপন তথ্যের ভিত্তিতে মহাসড়কের মিরশ^ানী নামক এলাকা থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রো বাস (ঢাকা মেট্রো-চ-১৩-২৯০২) জব্দ করা হয়। মাইক্রোটি তল্লাশী করে দু’টি ধারালো চাপাতি ও বেশকিছু স্বর্ণের খালি বক্স উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, জব্দকৃত মাইক্রোবাস থেকে একটি ড্রাইভিং লাইসেন্স উদ্ধার করা হয়। ওই লাইসেন্স এর ছবির সাথে আটককৃত ডাকাত কাউছার আহমেদ এর ছবির হুবহু মিল রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত কাউছার নিজেকে ডাকাত দলের সদস্য বলে স্বীকারোক্তি দিয়ে পুলিশকে জানায়, তার দলের অপর সদস্যদের সকলে কুমিল্লা জেলার বাহিরের লোক। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। সিসিটিভি এর ফুটেজ দেখে ডাকাত দলের অন্যান্য সদস্যদের গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। এ ব্যাপারে প্রীতি জুয়েলার্সের মালিক রবীন্দ্র দত্ত বাদী হয়ে থানায় একটি ডাকাতির মামলা দায়ের করেছেন। মামলায় তিনি তার দোকান থেকে ২৫ ভরি স্বর্ণালঙ্কার লুট হওয়ার কথা উল্লেখ করেছেন। এছাড়াও পুলিশের পক্ষ থেকে অস্ত্র আইনে আরও একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD