শফিউল আলম রাজীব, দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি ।।
কুমিল্লা দেবীদ্বার উপজেলার বহু বিতর্কিত, আলোচিত ও সমালোচিত উপজেলা নির্বাহী কর্মকর্তা ডেজী চক্রবর্তীর আবারো বদলির আদেশ হয়েছে। শুক্রবার রাতে চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত কমিশনার (সার্বিক) ড. প্রকাশ কান্তি চৌধুরীর ৭ মার্চ স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি ওয়েবসাইটে প্রকাশ পায়। ওই প্রজ্ঞাপনে তাকে ফেনীর দাগনভূঞা উপজেলায় বদলী করা হয়েছে। এর আগে গত ৭ ফেব্রুয়ারি প্রশাসনিক কর্মকান্ডে সমন্বয়হীনতার অভিযোগে তাকে বদলি করা হয়েছিলো। তবে এ আদেশের পরপরই স্থানীয় সাংবাদিকদের উপর ক্ষোভ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসিয়াল ফেসবুক আইডি "uno debidwar" থেকে স্থানীয় সাংবাদিকদের আনফ্রেন্ড এবং সরকারি নম্বরে কয়েকজন সিনিয়র সাংবাদিকদের মোবাইল ফোন নম্বর ব্লক করে রাখার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে স্থানীয় সাংবাদিক ও সচেতন মহল।
এছাড়াও তিনি সরকারি নির্দেশ অমান্য করে মহাসড়কে সিএনজি স্ট্যান্ড ইজারা, সরকারি অনুষ্ঠানে প্রোটোকল ভেঙ্গে রাজনৈতিক নেতাদের অতিথি করা, শিক্ষার্থীদের পাঠদান বন্ধ করে সভায় যোগদান করতে বাধ্য করানো সহ নানা অভিযোগ রয়েছে বিদায়ী এ ইউএনওর বিরুদ্ধে। ইউএনও’র বদলির সংবাদ উপজেলায় ছড়িয়ে পড়লে তার দ্বারা ভুক্তভোগীরাসহ সমাজের নানা শ্রেণি-পেশার মানুষের মাঝে স্বস্তি ফিরে আসে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত বছরের ১ডিসেম্বর ইউএনও ডেজী চক্রবর্তী দেবীদ্বার উপজেলায় যোগদান করেন। যোগদানের পর হতেই বিভিন্ন বিতর্কিত কর্মকান্ডে একাধিকবার সমালোচনার ঝড় ওঠে তাকে নিয়ে। ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ায় অসংখ্য সংবাদের শিরোনাম হন তিনি। দেবীদ্বারে যোগদানের দুই মাসের মধ্যেই প্রশাসনিক কর্মকান্ডে সমন্বয়হীনতার অভিযোগে তাকে খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছিলো। কিন্তু বিশেষ খুঁটির জোরে ওই বদলি স্থগিত করে এতদিন তার পদে বহাল ছিলেন। তিনি গত ২০ ফেব্রুয়ারী দেবীদ্বার পৌর প্রশাসকের দায়িত্ব পালনকালে সরকারি নির্দেশ উপেক্ষা করে যেখানে মহাসড়কে সিএনজি- ইজিবাইকসহ তিন চাকার যানবাহন নিষিদ্ধ সেখানে কুমিল্লা-সিলেট মহাসড়কে ৫টি সিএনজি ও ইজিবাইক স্ট্যান্ডের ইজারা দিয়ে আবারো বির্তকের জন্ম দিয়ে ব্যাপক সমালোচিত হন। এর আগে গত জাতীয় বিজয় দিবস অনুষ্ঠানে সরকারী প্রোটোকল ভেঙ্গে আওয়ামী লীগ নেতাকে প্রধান অতিথি করে সমালোচনার মুখে পড়েন। গত ২মার্চ জাতীয় ভোটার দিবসের অনুষ্ঠানে লোকজন কম থাকায় শিক্ষার্থীদের পাঠদান বন্ধ করে আলোচনা সভায় উপস্থিত থাকতে বাধ্য করে মিডিয়ার শিরোনাম হন তিনি।ইউএনও'র এ ধরণের সিদ্ধান্তে হতবাক ছিল এলাকাবাসী।
বদলির বিষয়ে জানতে চাইলে ইউএনও ডেজী চক্রবর্তী এটা নিয়মিত সাধারণ বদলি বলেই জানিয়েছেন। তবে নির্বাহী কর্মকর্তার অফিসিয়াল ফেসবুক আইডি থেকে সাংবাদিকদের আনফ্রেন্ড করার বিষয়ে তিনি কিছুই জানেন না, আইটি এক্সপার্টদের দ্বারা আইডি পরিচালিত হয়। এবিষয়ে যদি কোন অভিযোগ পাই বিষয়টি তদন্ত করে দেখবো।