নাঙ্গলকোট প্রতিনিধি :
কুমিল্লার নাঙ্গলকোটের বাঙ্গড্ডা এডুকেয়ার রেসিডেন্সিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান রবিবার দুপুরে স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। এডুকেয়ার স্কুল সভাপতি মাওলানা ই¯্রাফিলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইক্বরা মডেল স্কুল সাবেক প্রধান শিক্ষক এ বি এম আবুল কাশেম বিএসসি। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন স্কুল প্রধান শিক্ষক নাছির উদ্দিন মজুমদার।
এডুকেয়ার স্কুল পরিচালক আফজাল হোসাইন মিয়াজী, শিক্ষক আব্দুল হক ও শরীফুল্লাহ ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শহিদুল্লাহ মজুমদার স্বপন, এডুকেয়ার স্কুল তত্ত্বাবধায়ক অধ্যাপক ছিদ্দিকুর রহমান কামাল, লাকসাম ক্যামব্রিয়ান কলেজ অধ্যক্ষ মহি উদ্দিন বাহার মিয়াজী, নাঙ্গলকোট প্রেস ক্লাব ভারপ্রাপ্ত সভাপতি মাঈন উদ্দিন দুলাল, সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ মিয়াজী, বাঙ্গড্ডা বাদশা মিয়া স্কুল এন্ড কলেজ শিক্ষক নাজমুল হাছান রোমান, তুলাতুলি উচ্চ বিদ্যালয় শিক্ষক নিজাম উদ্দিন বিএসসি, নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয় শিক্ষক মাওলানা আবু বকর ছিদ্দিক, দায়েম ছাতি উচ্চ বিদ্যালয় শিক্ষক আবুল কাশেম, শিশু মিতালি স্কুল প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, স্কুল পরিচালক মাওলানা সাইফুদ্দীন, জামাল উদ্দিন, ছায়েদুল হক মজুমদার ও স্কুল শিক্ষক-শিক্ষিকা বৃন্দ।
অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্ট উপস্থাপনা করেন এডুকেয়ার স্কুলের ১০ শ্রেণীর শিক্ষার্থী আদিবা মজুমদার, তাহসিন আহমেদ পুনম, আনিকা তাবাসসুম মিয়াজী, সায়েমা আক্তার, ফাইজা আক্তার, জান্নাতুল ফেরদাউস তিশা।
অনুষ্ঠান শেষে বাঙ্গড্ডা এডুকেয়ার রেসিডেন্সিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিত বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথি বৃন্দ।