মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি।।
"আধুনিকতার সমন্বয়ে নৈতিক শিক্ষায় প্রতিশ্রুতিবদ্ব" এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল(কুচাইতলী) এলাকায় মারকাযুশ শরীয়াহ মডেল মাদ্রাসা উদ্বোধন করা হয়েছে।
শনিবার(২৫ জানুয়ারি) সকালে মাদ্রাসার মিলনায়তনে উদ্বোধন উপলক্ষে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
নাজমুল কারীম ফয়সালের সঞ্চালনায় দোয়া ও মাহফিল প্রধান অতিথি ছিলেন নাগাইশ দরবার শরীফের পীর সাহেব মাওলানা মোস্তফা ফয়েজী।
বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক রফিকুল ইসলাম ফয়েজী, এডভোকেট সাইফুল ইসলাম, কুমিল্লা ভিক্টোরিয়া নার্সিং কলেজের পরিচালক মোজাম্মেল হক, মো: মোস্তফা কামাল, মো: দেলোয়ার হোসেন, কুচাইতলী সিঙ্গার শো-রুমের পরিচালক রাহসানুল ইসলাম সুমন, খোরশেদ আলম, আব্দুল লতিফ, মজিবুর রহমান জামাল, আবদুল কারীম, মুফতী মাইন উদ্দিন, মাদ্রাসার পরিচালক মো: জাহিদুল ইসলাম, হাফেজ মো: শাহাদাত হোসেন, মাও. জামাল হোসেন, দীন ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মো: নজরুল ইসলাম, মো: ইব্রাহিম, নব উদয়ন শিল্পী গোষ্ঠীর শিল্লী আরফাত হোসাইন আরাফ, মুমিনুল ইসলাম মুমিন, সাইফুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, অনুষ্ঠানে অতিথিরা তাদের বক্তব্যে বক্তারা বলেন, প্রতিষ্ঠানটি দ্বীনি শিক্ষার আলো ছড়াবে এ আশাবাদ ব্যক্ত করে মাদ্রাসার সাফল্য কামনা এবং মাদ্রাসা প্রতিষ্ঠার উদ্যোগকে স্বাগত জানান।
এইসময় স্থানীয় ওলামায়ে কেরাম জনপ্রতিনিধি শিক্ষক রাজনৈতিক সামাজিক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এবং অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন। পরে প্রতিষ্ঠানের কল্যাণে দোয়া ও মোনাজাত পরিচালনার মাধ্যমে উক্ত অনুষ্ঠান সমাপ্তি করা হয়।