কলেজ প্রতিনিধি ||
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের প্রাক্তন ছাত্র সফল উদ্যোক্তা ফজলুল কাদের চৌধুরীর জীবন ও সফলতার গল্প নিয়ে প্রমান্য চিত্র ও আলোচনা সভা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় কলেজের ডিগ্রি শাখার একটি হলরুমে এ সভা হয়। এর আয়োজন করে কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগ।
এ সময়, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজেরে রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান কাজী মো. শাহাদাত হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন কুমিল্লা সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক মে. শাহজাহান, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজেরে রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ নুরুল্লাহ, মাসুম মিল্লাত মজুমদার, ফারজানা মেহেকাবিন, রায়হানা মাহবুব প্রমুখ।
ফজলুল কাদের চৌধুরী তার জীবন ও সফলতার গল্প বলতে গিয়ে বললেন, লেখা পড়া শেষে আমি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতাম। পরে আমি নিজেই ব্যবসা শুরু করি। ২০০২ সাল থেকেই আমি ইমপোর্টের ব্যবসা শুরু করি। এ ব্যবসা করতে গিয়ে বিভিন্ন দেশের সাথে আমার যোগাযোগ যাতায়াত হয়েছে। সব সময় চেষ্টা করি নতুন নতুন দেশের সাথে ব্যবসা তৈরি করতে।
তিনি ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জীবনেই সফল হওয়ার জন্য একটা উদ্দেশ্য প্রয়োজন। এই উদ্দেশ্যকে সফল করতে প্রথমে তোমাদের মন মানসিকতা স্থির করতে হবে। এবং উদ্দেশ্য অর্জন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। এক্ষেত্রে বিভিন্ন সময় উত্থান-পতন হবে। উত্থান-পতনের সময় যেন আমাদের ছন্দপতন না হয় এ বিষয়ে লক্ষ্য রাখতে হবে।