1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ - Dainik Cumilla
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে কমপ্লিট শাটডাউন ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজার মেশিনে মাটি উত্তোলন: এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক নির্মানে অনিয়ম, দুদকের অভিযান কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে গাঁজা সরবরাহ করতে গিয়ে দর্শনার্থী নিজেই কারাগারে কুমিল্লায় বিভিন্ন বাহিনীর চাকরির নামে প্রতারণা চক্রের দালালসহ ১৩ জন গ্রেফতার লাকসামে নিখোঁজের ১ দিন পর পুকুরে মিলল ২ শিশুর মরদেহ নাঙ্গলকোটে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা কুমিল্লা নগরীর ২ মসল্লার মিলে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা কুমিল্লায় ছাত্র আন্দোলনে গুলি চালানো শুটার ফাহিমসহ বিভিন্ন মামলায় ১৩ জন গ্রেপ্তার কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর গুলি করা সেই ফাহিম গ্রেফতার

ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ১৩২ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া  প্রতিনিধি।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার ৬নং সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৩টায় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করেন হাফেজ আবু বকর। ইসলামি সংগীত পরিবেশন করেন মোহাইমিনুল ইসলাম। এতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সদর ইউনিয়ন শাখার আমীর মাওলানা মোহাম্মদ মাঈন উদ্দিন সাঈদ এর সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল মাওলানা মোঃ রফিকুল ইসলাম শাহীন এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আব্দুল মতিন। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বুড়িচং-ব্রাহ্মণপাড়া উন্নয়ন সংস্থার চেয়ারম্যান ও কেন্দ্রীয় ইসলামি ছাত্রশিবিরের সাবেক সভাপতি এডভোকেট ডক্টর মোবারক হোসাইন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর শুরা ও কর্মপরিষদ সদস্য ও ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকী, ব্রাহ্মণপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রেজাউল করিম, নায়েবে আমীর খন্দকার মোহাম্মদ শাহজালাল, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মাওলানা আনিছুর রহমান, কুমিল্লা মহানগরী জামায়াতে ইসলামীর শুরা ও কর্মপরিষদ সদস্য লুৎফুর রহমান খান মাসুম, কুমিল্লা উত্তর জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মুহাম্মদ সানাউল্লাহ্ রাসেল, কুমিল্লা উত্তর জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মোহাম্মদ ইব্রাহীম খলিল। এসময় কুমিল্লা উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের এ্যাসিস্টেন্ট সেক্রেটারি আবু কাউসার আরমান, ব্রাহ্মণপাড়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা রফিকুল ইসলাম ভূইঁয়া, সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান, চান্দলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মোহাম্মদ আমিরুল ইসলাম, শশীদল ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোহাম্মদ আবদুর রহমান, শিদলাই ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবু কাউছার, সাহেবাবাদ ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মোঃ আমিনুল ইসলাম, ডাঃ হিরন মিয়া, জামায়াত নেতা মোহাম্মদ গিয়াস উদ্দিনসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্য্যায়ের নের্তৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশে জামায়াতে ইসলামীর কর্মীদের প্রতি বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন অতিথিবৃন্দরা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD