1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
লাকসামে শিক্ষার্থীদের মাঝে জার্মান যুবসংস্থার বৃত্তি বিতরণ - Dainik Cumilla
বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকাস্থ বুড়িচং-ব্রাহ্মণপাড়া উন্নয়ন সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত কুমিল্লা-৯ নির্বাচনি আসন পুনর্বহাল ও খসড়া বাতিল দাবিতে মহাসড়ক অবরোধ জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে নাঙ্গলকোটে বিএনপির বিজয় র‌্যালী বুড়িচংয়ে মসজিদে নামাজরত যুবককে ছুরিকাঘাত: অভিযুক্ত ২ জন গ্রেপ্তার নাঙ্গলকোটে ইউপি সদস্য আলাউদ্দিন হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন আগামী দিনের বাংলাদেশ কীভাবে চলবে তা নির্বাচিত সংসদ সদস্য ও জনপ্রতিনিধিরাই ঠিক করবেন: ডা. জাহিদ হোসেন জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে লাকসামে জামায়াতের গণমিছিল বৃষ্টি উপেক্ষা করে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণ চৌদ্দগ্রামে জুলাই শহীদ জামশেদ ও মাওলানা শাহাদাতের কবর জিয়ারত করলো জামায়াত নাঙ্গলকোটে বৃষ্টিতে ভিজে জামায়াতের গণমিছিলে জনতার ঢল চৌদ্দগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জামায়াতের গণমিছিল

লাকসামে শিক্ষার্থীদের মাঝে জার্মান যুবসংস্থার বৃত্তি বিতরণ

  • প্রকাশিতঃ শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ৪১৭ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক, লাকসাম:

কুমিল্লার লাকসামে জার্মান যুবসংস্থা
JUGENDFORDERUNG E.V. (BANGLADESH) -এর উদ্যোগে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) সকালে নশরতপুর প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন স্কুল ও কলেজের ৩৬ জন শিক্ষার্থীর মাঝে মোট ১ লাখ ২০ হাজার টাকা বিতরণ করা হয়।

সংস্থার কুমিল্লা অঞ্চলের কো-অর্ডিনেটর আলহাজ মোঃ মফিজুর রহমানের সভাপতিত্বে ও রেলওয়ে হাইস্কুলের ধর্মীয় শিক্ষক মাওলানা জসিম উদ্দিন পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, নবাব ফয়জুন্নেছা ও বদরুন্নেসা যুক্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেন হেলাল, বরইগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল হাই, এ. মালেক ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন, জ্যোতিঃপাল মহাথের বৌদ্ধ অনাথ আশ্রম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপংকর সিংহ, আতাকরা স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক মাওলানা ফরিদুল হক, লাকসাম স্ট্যামফোর্ড স্কুলের পরিচালক ও লাকসাম ইলেকট্রনিক্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ শফিকুর রহমান সফি এবং নবাব ফয়জুন্নেসা ও বদরুন্নেসা যুক্ত উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক গোলাম সাদিক।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ২০১০ সাল থেকে এ অঞ্চলে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। বৃত্তির আওতায় ৬ষ্ঠ-৮ম শ্রেণির শিক্ষার্থীদের প্রতি মাসে ৭০০ টাকা, ৯ম-১০ম শ্রেণির শিক্ষার্থীদের ৯০০ টাকা এবং একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের ১,২০০ টাকা প্রদান করা হয়।

ওইদিন বরইগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়, রেলওয়ে হাইস্কুল (এ. মালেক ইনস্টিটিউশন), স্ট্যামফোর্ড স্কুল অ্যান্ড কলেজ, উত্তরদা উচ্চ বিদ্যালয়, নবাব ফয়জুন্নেছা ও বদরুন্নেসা যুক্ত উচ্চ বিদ্যালয়, খিলা আজিজ উল্লাহ উচ্চ বিদ্যালয়, আতাকরা স্কুল অ্যান্ড কলেজ, লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, নবাব ফয়জুন্নেছা সরকারি কলেজ এবং নীলকান্ত কলেজের শিক্ষার্থীদের মাঝে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত ৪ মাসের বৃত্তির অর্থ বিতরণ করা হয়।

ছবির ক্যাপশন:
শিক্ষার্থীদের হাতে বৃত্তির টাকা তুলে দেন, জার্মান যুবসংস্থার কুমিল্লা অঞ্চলের কো-অর্ডিনেটর মোঃ মফিজুর রহমানসহ অতিথিরা।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD