নিজস্ব প্রতিবেদক।।
'জেনে রেখো সৃষ্টি যার, ক্ষমতাও চলবে একমাত্র তাঁর' পবিত্র কুরআনের সূরা আল আরাফের এই আয়াতকে সামনে রেখে কুমিল্লার মনোহরগঞ্জে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ জানুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মৈশাতুয়া ইউনিয়ন শাখার উদ্যোগে নীলকান্ত ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা জেলা দক্ষিণ আমীর মুহাম্মদ শাহজাহান অ্যাডভোকেট কর্মীদের উদ্দেশ্যে বলেন, আল্লাহর নিজের কাজের জন্য আল্লাহ আপনাদের বাছাই করেছেন। আর আপনাদের কাজ হচ্ছে আল্লাহর পথে লড়াই কর। আমরা সবাই আল্লাহর পথের সৈনিক।
তিনি বলেন, দ্বীন প্রতিষ্ঠার চেতনায় আল্লাহর সান্নিধ্য লাভের অনুভূতি নিয়ে যে কাজের ময়দানে সদা সচেষ্ট থাকে সেই জামায়াতের কর্মী। জামায়াতের কর্মীদের বিশেষ পাঁচটি গুণের অধিকারী হতে হয়।
আওয়ামী লীগ আমাদের নেতৃবৃন্দকে বিচারিক হত্যা করেছে। অসংখ্য নেতা-কর্মীকে হত্যা করেছে, পঙ্গু করেছে। পাঁচ তারিখের পর জামায়াতের কোন কর্মী কারো সম্পদ লুণ্ঠন করেনি, কাউকে আঘাত করেনি। কিন্তু যারা নিজেরা আন্ত কোন্দলে জর্জরিত তারা দেশ গঠন করতে পারে না। দেশ গড়ার জন্য সৎ ও যোগ্য লোকের দরকার। আর জামায়াতে ইসলামী একদল সৎ ও যোগ্য লোক তৈরির কাজ করে যাচ্ছে।
কর্মী সম্মেলনে প্রধান বক্তা জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, কুমিল্লা জেলা দক্ষিণ সেক্রেটারি ও কুমিল্লা-৯ লাকসাম-মনোহরগঞ্জ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডঃ সৈয়দ একেএম সরওয়ার উদ্দিন সিদ্দিকী বলেন, এদেশে সম্পদের অভাব নেই। এদেশের ১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাত রয়েছে। অভাব শুধু একদল সৎ ও যোগ্য লোকের। এদেশের মানুষ অন্যান্য দলের শাসন দেখেছেন কিন্তু ইসলামী দলের শাসন দেখেননি। এদেশের মানুষ ইসলামী শাসনের জন্য উন্মুখ হয়ে আছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী একদল সৎ ও যোগ্য লোক তৈরির কাজ করছে। জামায়াতের প্রত্যেক কর্মীকে প্রতিটি মানুষের কাছে, প্রতিটি ঘরে জামায়াতের দাওয়াত পৌঁছে দিতে হবে।
মৈশাতুয়া ইউনিয়ন জামায়াতের আমীর মুহাম্মদ মহিউদ্দীনের সভাপতিত্বে, ইউনিয়ন সেক্রেটারি মাওলানা নুরুল আমিন ও সাবেক ছাত্রনেতা কেফায়েত উল্লাহ কাশফীর পরিচালনায় কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঢাকা মহানগর দক্ষিণ বিজনেস ফোরামের সহকারী সেক্রেটারি ও জামায়াত মনোনীত মনোহরগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী হামিদুর রহমান সোহাগ, কুমিল্লা জেলা দক্ষিণ অফিস সেক্রেটারী মোঃ সরোয়ার কামাল, লাকসাম পৌরসভা জামায়াতের আমীর ও জামায়াত মনোনীত মনোহরগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারী, মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা নুরুন্নবী, সেক্রেটারি মাওলানা ফয়েজুর রহমান, সহ-সেক্রেটারি গাজী সাইফুল বারী তুহিন ও আব্দুল্লাহ আল নোমান।
সম্মেলনে আরও বক্তব্য রাখেন, উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নুর মোহাম্মদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সম্মেলনে ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মেলন শেষে সম্প্রতি মৈশাতুয়া বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩ জন ব্যবসায়ীকে আর্থিক সহায়তা করেন অতিথিবৃন্দ।
ছবির ক্যাপশন-
মনোহরগঞ্জে জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা জেলা দক্ষিণ জামায়াতের আমীর মু. শাহজাহান অ্যাডভোকেট ও প্রধান বক্তা অধ্যাপক ডঃ সৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী।