দৈনিক কুমিল্লা।।
কুমিল্লায় মাঝারি ভূমিকম্প অনুভব হয়েছে। যার মাত্রা ছিল ৫.০। তীব্র শীত ও সরকারি ছুটির দিন হওয়ার দরুন মাঝারি ভূমিকম্প হলেও স্থানীয়দের আতঙ্কিত হতে দেখা যায়নি। কেউ কেউ ব্যবসা প্রতিষ্ঠান দোকানপাট থেকে রাস্তায় বের হয়ে আসেন বলে জানান নগরের তেলিকোনা চৌমুহনীর ব্যাবসায়ী মো. মুরাদ।
শুক্রবার (৩ জানুয়ারি) কুমিল্লা আবহাওয়া অফিসের কর্মকর্তা সৈয়দ আরিফুর রহমান সকাল ১১টা ৫০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেছেন।
আবহাওয়া অফিস বলছে, এটি মাঝারি আকারের ভূমিকম্প ছিল। সকাল ১০ টা ৩২ মিনিট ৪০ সেকেন্ডে ভূমিকম্পটি হয়। তবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো খবর এখনও পাওয়া যায়নি।