মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কৃষি জমি নষ্ট করে অবৈধ খননযন্ত্র (ড্রেজার মেশিন) দিয়ে মাটি ও বালু উত্তোলনের অভিযোগে দুই ব্যক্তিকে নগদ অর্থ জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার শিদলাই এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে এক ড্রেজার মেশিন মালিককে ৫০ হাজার ও জলাশয় ভরাটের দায়ে অপর এক মাটি ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমান করে নগদ আদায় করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল ইসলাম। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা ও উপপরিদর্শক (এসআই) শিশির ঘোষের নেতৃত্বে থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল ইসলাম বলেন, ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন করায় উপজেলার শিদলাই এলাকার এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একই এলাকায় জলাশয় ভরাট করার সময় অপর এক মাটি ব্যবসায়ী কে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি বলেন, অবৈধ খননযন্ত্র ড্রেজার মেশিনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এধনের অভিযান অব্যাহত আছে।