মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ার দক্ষিণ শিদলাই পশ্চিমপাড়া প্রজন্ম ক্লাবের আয়োজনে এলইডি টিভি কাপ মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এতে ভবানীপুর ফুটবল একাদশকে ০-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নাগাইশ ফুটবল একাদশ।
সেবা গোল কিপার নাগাইশ একাদশের খেলোয়াড় ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার পেয়েছে ফরহাদ রেজা।
রবিবার (২৯ ডিসেম্বর) বিকেলে শিদলাই বড় মাঠে এ এলইডি টিভি কাপ মিনি টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়। এ খেলা উপভোগ করতে দূর দুরান্ত থেকে খেলা প্রেমীরা ছুটে আসেন। বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতি ছিল মাঠের চতুর্দিকে কানায় কানায়।
শিদলাই ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম আলাউলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আবু মোছা।
বক্তারা বলেন, মাদক থেকে দূরে থাকতে খেলাধুলার বিকল্প নেই। ফুটবল টুর্নামেন্টটি স্থানীয় কিশোর ও যুব সমাজের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। আগামিতে বড় পরিসরে টুর্নামেন্টের আয়োজন করে খেলাধুলার প্রতি কিশোর ও যুব সমাজের আগ্রহ বাড়াতে হবে। খেলা শেষে চ্যাম্পিয়ন নাগাইশ একাদশের টিম ম্যানেজার গাজী রুবেল বলেন, ফুটবল কোনো ব্যাক্তিগত খেলা নয়। এটি একটি টিম গেম।। আমরা এখানে টিম হিসেবে জয় লাভ করি। তবে ভবানীপুর ফুটবল একাদশ ও অনেক ভালো খেলেছেন। তিনি আরও বলেন, এ খেলা উপভোগ করতে দূর দুরান্ত থেকে খেলা প্রেমীরা ছুটে এসে খেলা উপভোগ করেছেন নাগাইশ ফুটবল একাদশের পক্ষ অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।