নিজস্ব প্রতিবেদক , দৈনিক কুমিল্লা।।
চট্টগ্রাম নগরের আকবর শাহ থানার সিডিএ ১
নম্বর এলাকার পাশে উত্তর কাট্টলীর পদ্ম পুকুর পাড় এলাকায় ফার্নিচার ফ্যাক্টরি ও গাড়ির গ্যারেজে আগুন লাগার ঘটনা ঘটেছে।
রোববার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে বলে জানান চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের ওয়্যারলেস অপারেটর মিনহাজ।
এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণে কাজ চলছে জানিয়েছে ফায়ার সার্ভিস। এ ছাড়া, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা-ও এখনও নিশ্চিত হওয়া যায়নি।