দাউদকান্দিতে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত
শামীম রায়হান,স্টাফ রিপোর্টার ॥ ''রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব কেউ আমাদের দাবিয়ে রাখতে পারবা না'' এ স্লোগানকে সামনে রেখে কুমিল্লার দাউদকান্দিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে।
মঙ্গলবার (৭ মার্চ) বিকাল ৪টায় বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার মধ্যে দিয়ে দিবসটি পালন করে দাউদকান্দি উপজেলা আওয়ামীলীগ।
দিবসটি উপলক্ষ্যে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আহসান হাবিব চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল(অব.)সুবিদ আলী ভূঁইয়া এমপি৷এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা আওয়ামীলীগের নেতৃবন্দ।
পুষ্পস্তবক অর্পন শেষে দাউদকান্দি পৌরসদরের যারিফ আলী শিশু পার্কের রাসেল স্কয়ার সংলগ্ন উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।
কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক বাসুদেব ঘোষের সঞ্চালনায় বক্তব্য রাখেন,দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর(অব.)মোহাম্মদ আলী সুমন,ভাইস চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন,বীর মুক্তিযোদ্ধা খোরেশদ আলম,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাবিবুর রহমান,উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী ও জেলা পরিষদ সংরিক্ষত সদস্য জেবুন নেচ্ছা জেবু,সাধারন সম্পাদক লায়লা হাসান,উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি ও প্যানেল মেয়র রবিক উদ্দিন রকিব,সুন্দলপুর ইউপি চেয়ারম্যান আসলাম মিয়াজী,গৌরপুর ইউপি চেয়ারম্যান নোমান মিয়া,গোয়ালমারী ইউপি চেয়ারম্যান মান্নান প্রধান,উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন,যুগ্ন-আহবায়ক হেলাল মাহমুদ প্রমূখ৷