1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলনে কুবির অংশগ্রহণ - Dainik Cumilla
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে কমপ্লিট শাটডাউন ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজার মেশিনে মাটি উত্তোলন: এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক নির্মানে অনিয়ম, দুদকের অভিযান কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে গাঁজা সরবরাহ করতে গিয়ে দর্শনার্থী নিজেই কারাগারে কুমিল্লায় বিভিন্ন বাহিনীর চাকরির নামে প্রতারণা চক্রের দালালসহ ১৩ জন গ্রেফতার লাকসামে নিখোঁজের ১ দিন পর পুকুরে মিলল ২ শিশুর মরদেহ নাঙ্গলকোটে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা কুমিল্লা নগরীর ২ মসল্লার মিলে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা কুমিল্লায় ছাত্র আন্দোলনে গুলি চালানো শুটার ফাহিমসহ বিভিন্ন মামলায় ১৩ জন গ্রেপ্তার কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর গুলি করা সেই ফাহিম গ্রেফতার

আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলনে কুবির অংশগ্রহণ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ৮১ বার পঠিত

 

কুবি প্রতিনিধি

লিডিং ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড ন্যাশনস অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত তিনদিনব্যাপী লিডিং ইউনিভার্সিটি আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন সম্পন্ন হয়েছে। এতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সংস্থা থেকে একটি দল অংশগ্রহণ করেন।

সোমবার ( ২৩ ডিসেম্বর) তিনদিনব্যাপী এই সম্মেলন সমাপ্ত হয়।

লিডিং ইউনিভার্সিটি আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন এর প্রতিপাদ্য ‘সবুজ পর্যটন: সমৃদ্ধি ও পরিবেশগত সংরক্ষণের সমন্বয়’ বিষয়ে বিশ্বব্যাপী সমস্যা মোকাবেলা এবং উদ্ভাবনী সমাধান নিয়ে আলাচনা করেন প্রতিনিধিরা।

সম্মেলনে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সংস্থা থেকে কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন হাছিন মাহতাব মাহিন, সম্পাদক, জাতিসংঘ সংবাদ সংস্থা এবং ভাইস চেয়ারপার্সন হিসাবে রিজবান ফাহিম দায়িত্ব পালন করেন।

এই সম্মেলনে কুমিল্লা বিশ্ববিদ্যালয় তিনটি বিশেষ স্বীকৃতি পুরস্কার অর্জন করে। জাতিসংঘের পরিবেশ সমাবেশ থেকে ইংরেজি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী মোঃ জাহিদ হোসাইন পুরস্কার লাভ করেন। এছাড়াও, আইন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ইমতিয়াজ চিন্ময়, এবং মার্কেটিং একই বর্ষের শিক্ষার্থী আনিকা তাবাচ্ছুম সাদিয়া বিশেষ স্বীকৃতি পুরস্কার অর্জন করেন। মৌখিক স্বীকৃতি অর্জন করেন সাবরিনা আলম। এছাড়াও, সাবকুর নাহার নাসফি ধারাবাহিক ভাবে জাতিসংঘ হিউমেন রাইটস কাউন্সিল এবং ডাইসেক কমিটিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন।

এ বিষয়ে সংগঠনটির সভাপতি হাছিন মাহতাব মাহিন বলেন, সময়ের সাথে সাথে বেড়ে উঠছে আমাদের এই সংগঠন। প্রতিনিধিরা প্রতিনিয়ত ট্রেনিং এর মাধ্যমে তাদের দক্ষতা বৃদ্ধি করছে। এই অর্জন তাদের পরিশ্রমের। আশা করি বিশ্ববিদ্যালয়কে আরো সম্মাননা এনে দিবে তারা।

উল্লেখ্য, এবারের সম্মেলনে ১১টি কমিটিতে আন্তর্জাতিক ও দেশের প্রায় ৪০টি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, কলেজ এবং স্কুলের ৫০০ এর অধিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD