মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি।।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২০২১-২০২২ শিক্ষাবর্ষেরব শিক্ষার্থী খালেদ হাসানের খোঁজ চার দিনেও মেলেনি। ফলে তার সন্ধান চেয়ে মানববন্ধন করেছে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব ব্রাহ্মণপাড়া (ডুসাব)। (২৪ ডিসেম্বর) মঙ্গলবার বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জানা যায়, খালেদ হাসান কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ গ্রামের মোঃ লুৎফুর রহমানের ছেলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহিরুল হক হল থেকে গত শনিবার মধ্যরাতে সহ-সমন্বয়ক খালদেরে নিখোঁজ হওয়ার তথ্য জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরে সমন্বয়ক নুসরাত তাবাস্সুম।। মানববন্ধনে খালেদ হাসানের বাবা মোঃ লুৎফুর রহমান বলেন, আমার ছেলে বেঁচে আছে কিনা জানি না। আমি জানি জানা তার বন্ধু আছে, না শত্রæ আছে। আপনারা যেভাবে পারেন আমার ছেলেকে উদ্ধার করে দিন। তিনি আরও বলেন, খালেদের ইচ্ছে ছিল বাংলাদেশকে স্বাধীন করা সেটা সফল হয়েছে। তার কী হয়েছে জানি না। আমার দিন নাই, রাত নাই। আজ এই অফিস, কাল ওই অফিস দৌড়াদৌড়ি করছি, কাজ হচ্ছে না। সে যে অবস্থায় থাকুক, তাকে উদ্ধার করে দিন। এদিকে নানান তথ্য অনুসন্ধান করেও গোয়েন্দা পুলিশ (ডিবি) এখনো খালেদের বিষয়ে কোনো তথ্য পায়নি বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ। জানা যায়, মানববন্ধনের উপস্থিত ছিলেন খালেদের বাবা মোঃ লুৎফুর রহমান, মোঃ আবদুর রহমান, খালেদের বড় ভাই, ডুসাবের সভাপতি নূরজাহান সোয়া, সাধারন সম্পাদক মিরাজুর রহমান, সাবেক সভাপতি মোঃ আইয়ুব খান, রাকিবুল ইসলাম, মোঃ স্বপন মিয়া প্রমূখ।