মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা)প্রতিনিধি।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল রেলস্টেশনে অভিযান পরিচালনা করে ১১ লাখ ৩৮ হাজার ৭২০ টাকা মূল্যের ভারতীয় বাসমতি চাউল, কালার কালেকশন বাজি, টেমপল রান বাজী, সুপ্রিম বিগ বাজি, জনশন বেবি লোশন, ফেন্সি চকলেট বাজি, ওয়াও স্টার ডান্স বাজি, ফুসকা আটক করা হয়েছে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল ইসলাম। এ সময় শশীদল বিজিবি ও ব্রাহ্মণপাড়া থানা পুলিশের সহযোগিতায় মেইন পিলার ২০৫৯/২ এস হতে আনু: ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ১২ লক্ষ টাকার ভারতীয় চোরাইমাল জব্দ করা হয়। জব্দকৃত মালামাল বিজিবি শশীদল কমান্ডার এর হেফাজতে দেওয়া হয়।