মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নানা কর্মসূচির মধ্যদিয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (৯ ডিসেম্বর) উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধনা প্রদানের আয়োজন করা হয়।
বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল ইসলামের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখান থেকে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় অতিথিরা যোগ দেন।
সভায় ইউএনও সামিউল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা। সূচনা বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াসমিন। সঞ্চালনা করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাসুদ ইবনে হোসাইন। বক্তব্য রাখেন ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু।
এছাড়া পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক, মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ কবির হোসেন, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা উম্মে তামিমা মুন্নি, আনসার ভিডিপি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন, তথ্য সেবা কর্মকর্তা রিফাত আরা জান্নাত, ইউআরসি ইন্সট্রাক্টর, থানার উপপরিদর্শক (এসআই) আবুল হাচানাত, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য আওলাদ হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে এবারের নির্বাচিত তিনজন জয়িতা নারীকে সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন।
সংবর্ধিত জয়িতারা হলেন- অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী উপজেলার শিদলাই ইউনিয়নের শিদলাই গ্রামের রুমি আক্তার, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী শিদলাই গ্রামের শরিফুন নাহার তৃষা ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী উপজেলার মাধবপুর ইউনিয়নের মকিমপুর গ্রামের সাজেদা বেগম।