1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ছাত্রদের ঐক্যের মাধ্যমে জনগণের ঐক্য সৃষ্টি হয়েছে—অধ্যক্ষ - Dainik Cumilla
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০২ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লার চান্দিনায় আওয়ামী লীগের ৫ নেতা-কর্মী আটক কুমিল্লায় চাঁদাবাজীর অভিযোগে ৩ রাজনৈতিক নেতাকে আটক করেছে যৌথ বাহিনী কুমিল্লায় আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২০ কুমিল্লার হোমনাসহ দেশের বিভিন্ন স্থানে মাজার, দরবার ও খানকা শরীফে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা ও বিচার দাবি: গাউছিয়া ইসলামিক মিশন মুরাদনগরে সড়ক দুর্ঘটনায় নিহতের ১ বছর পর যুবকের লাশ উত্তোলন কুমিল্লায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশ সুপারের পূজা মন্ডপ পরিদর্শন চৌদ্দগ্রামে বাড়তি বিদ্যুৎ বিল ও প্রি-পেইড মিটারের অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ কুমিল্লায় মাজার ভাঙচুর ও আগুনের ঘটনায় গ্রেপ্তার ২ ব্রাহ্মণপাড়ায় বাড়ছে স্ক্যাবিসের সংক্রমণ। চৌদ্দগ্রামে মেধা বিকাশ ইংলিশ লার্নিং স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

ছাত্রদের ঐক্যের মাধ্যমে জনগণের ঐক্য সৃষ্টি হয়েছে—অধ্যক্ষ

  • প্রকাশিতঃ সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৩ বার পঠিত

 

কলেজ প্রতিনিধি।

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ অধ্যক্ষ মো. আবুল বাসার ভূঞা বলেছেন, যারাই চেয়েছে বাংলার মানুষকে দাবিয়ে রাখতে, তারা কখনো দাবিয়ে রাখতে পারেনি। বাংলা বার বার জেগে উঠেছে। ৪৭ এ একবার স্বাধীন হয়েছিলাম। তারপর ১৯৭১ সালে আবার স্বাধীন হয়েছে এই দেশ। সকল শহীদের স্মরণ করছি। ৯০ গণআন্দোলন দেখেছি, অংশগ্রহণও করেছি। আমাদের একদিক দিয়ে দাওয়া করলে আমরা অপরদিকে চলে গিয়ে রুখে দাঁড়াতাম। কিন্তু ২৪এর জুলাই আন্দোলনে যেদিক থেকে গুলি করেছে ওই দিকেই ছাত্ররা এগিয়ে গিয়েছে। জুলুমকে পদদলিত করে ইনসাফকে প্রতিষ্ঠিত করেছে ছাত্ররা। ছাত্রদের ঐক্যের মাধ্যমে জনগণের ঐক্য সৃষ্টি হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) বেলা ১১ টায় দেশের স্বার্বভৌমত্বের প্রশ্নে দল মত নির্বিশেষে সবাইকে ঐক্যের আহ্বান ও জুলাইয়ের স্মৃতিচারণ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে এসব কথা বলেন তিনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ শাখার আয়োজনে ধর্মপুরে কলেজের ডিগ্রি শাখার মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয়।

এসময় অধ্যক্ষ আবুল বাসার আরও বলেন, শহীদদের রক্তের লালিমা বৃথা যেতে যাবেনা। সমাজের প্রতিটি অন্যায় রুখে দিতে হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সন্তানের সাথে মা এসেছে, বাবা এসে আন্দোলনকে আরো শক্তিশালী করেছে। আমি ছাত্র সমাজকে স্যালুট জানাই। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এখনো আন্দোলনের স্মৃতি ধরে রেখেছে তাদের জানাই আন্তরিক ধন্যবাদ। ন্যায়ের পক্ষে আমার তোমাদের পক্ষে থাকবো, তোমারা আমাদের পাবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ উপাধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল মজিদ, অর্থনীতি বিভাগের প্রধান অধ্যাপক মো. জাহাঙ্গীর আলমশিক্ষক পরিষদ সম্পাদক সহযোগী অধ্যাপক গাজী মো. গোলাম সোহরাব হাসান, শিক্ষক পরিষদ যুগ্ম সম্পাদক মো. মুনছুর হেল্লালসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে জুলাই বিপ্লবের স্মরণে আবৃত্তি, মঞ্চনাটক, দেশাত্মবোধক, দ্রোহের ও বিপ্লবী গান পরিবেশনা করেন কলেজের শিক্ষার্থীরা। অনুষ্ঠানে ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের আয়োজনে জুলাইয়ের খবর নামে একটা মঞ্চনাটক পরিবেশন করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD