কলেজ প্রতিনিধি।।
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১৪তম বিভাগীয় প্রধান হিসেবে যোগদান করেছেন ড. মোঃ হাবিবুর রহমান। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ১০টায় তিনি যোগদান করেন।যোগদানের শুরুতে তিনি অধ্যক্ষের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।বেলা ১২টায় নতুন বিভাগীয় প্রধানকে বিভাগের অফিসে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা। এসময় উপস্থিত ছিলেন বিভাগীয় শিক্ষক তরিকুল ইসলাম, মোহাম্মদ মহিউদ্দিন, শাহজাহান।
সূত্রমতে, শতবর্ষী কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে বিভাগীয় প্রধান হিসাবে পদায়ন হয়েছেন ড. মোঃ হাবিবুর রহমান। ১৮ নভেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এর এক প্রজ্ঞাপনে তাকে ভিক্টোরিয়ায় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে পদায়ন করা হয়। ভিক্টোরিয়ায় যোগদানের পূর্বে তিনি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে ছিলেন।
প্রসঙ্গত, গত ২২অক্টোবর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর এবিএম জহিরুল আলম কুমিল্লা মহিলা কলেজে উপাধ্যক্ষ হিসেবে পদায়ন পান।তিনি বদলি হওয়াতে বিভাগে ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন মজিবুর রহমান ভূঁইয়া।