সাকলাইন যোবায়ের।।
কুমিল্লা রিজিয়নের আওতাধীন ময়নামতি ক্রসিং হাইওয়ে থানা পরিদর্শন করেছেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি দেলোয়ার হোসেন মিঞা।
বুধবার (৩০ অক্টোবর) বিকেলে এই থানাটি আকস্মিক পরিদর্শন করেছেন তিনি। একইসঙ্গে মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, হাইওয়ে পুলিশ অ্যাডিশনাল ডিআইজি (পূর্ব বিভাগ) মীর মোদ্দাছছের হোসেন, কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার খাইরুল আলম, সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার টু অতিরিক্ত আইজি) শাহেদ আহমেদ চৌধুরী, সহকারী পুলিশ সুপার (কুমিল্লা সার্কেল) মাসুম সরদার, ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল বাহার মজুমদারসহ আরও অনেকে ।
মতবিনিময়কালে অতিরিক্ত আইজিপি- অফিসার ও ফোর্সের বক্তব্য শ্রবণ করেন এবং সকলকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের পাশাপাশি
বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করেন। এছাড়া মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রাখার লক্ষ্যে মালবাহী গাড়ি ডানের লেনে এবং যাত্রীবাহী গাড়ি বাম লেনে চলাচলের বিষয়ে বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণের জন্য পুলিশ সুপারকে নির্দেশনা প্রদান করেন এই কর্মকর্তা।