কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) লক্ষ্মীপুর জেলার অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন লক্ষ্মীপুর স্টুডেন্ট’স ক্লাবের উদ্যোগে ‘নবীন বরণ ও বিদায় সংবর্ধনা-২০২৪’ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের হল রুমে সংগঠনের সাধারণ সম্পাদক সাকিব আল-আমিনের সঞ্চালনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় বিশ্ববিদ্যালয়ের ১৭ তম ব্যাচকে বরণ এবং ১০ম ব্যাচ ও ১১ তম ব্যাচকে বিদায় দেয়া হয়। ১০ম ব্যাচের পক্ষ থেকে সংগঠনটির সাবেক সভাপতি রাসেল মাহমুদ ভূঁইয়া ও ১১ তম ব্যাচের পক্ষ থেকে মাহমুদুল হাসান রাশেদ বিদায়ী ক্রেস্ট গ্রহণ করেন। এছাড়াও উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক মো: আবদুল মাজেদ পাটোয়ারী ও ইংরেজি বিভাগের প্রভাষক তারিন বিনতে এনাম বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন। এসময় সংগঠনের সভাপতি মাসুম বিল্লাহ উপস্থিত ছিলেন।