প্রকাশের তারিখঃ অক্টোবর ২৫, ২০২৪, ৭:০৬ পি.এম
নাঙ্গলকোটে মসজিদে নামাজের প্রস্তুতিকালে এক মুসল্লির মৃত্যু নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি কুমিল্লার নাঙ্গলকোটে তাহাজ্জুদের নামাজ আদায় শেষে ফজরের নামাজের প্রস্তুতিকালে মাস্টার আবুল খায়ের (৯০) নামের এক মুসল্লির মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দৌলতপুর জামে মসজিদে এ ঘটনা ঘটে। দৌলতপুর জামে মসজিদের ইমাম হাফেজ মোহাম্মদ রবিউল হোসেন জানান, আবুল খায়ের নিয়মিত মসজিদে এসে নামাজ আদায় করতেন। তিনি নাঙ্গলকোট পৌরসভার দৌলতপুর গ্রামের মরহুম সংশের আলীর ছেলে এবং দীর্ঘ সময় শিক্ষকতা পেশায় ছিলেন। সর্বশেষ নাঙ্গলকোট বাজার আফসারুল উলুম কামিল মাদরাসার ইংরেজি বিভাগের শিক্ষক হিসেবে কাজ করেছেন। ইমাম হাফেজ রবিউল বলেন, ভোরে তাহাজ্জুদের নামাজ শেষে ফজরের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, এমন সময় তার মৃত্যু হয়। মৃতের ছেলে শাহ আলম বলেন, বাবা প্রতিদিনের মতো আজও মসজিদে এসে নামাজ পড়তে গিয়েছিলেন। মৃত্যুর এই ঘটনাটি মসজিদ কমিউনিটিতে গভীর শোকের সৃষ্টি করেছে।
নেকবর হোসেন
কুমিল্লার নাঙ্গলকোটে তাহাজ্জুদের নামাজ আদায় শেষে ফজরের নামাজের প্রস্তুতিকালে মাস্টার আবুল খায়ের (৯০) নামের এক মুসল্লির মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দৌলতপুর জামে মসজিদে এ ঘটনা ঘটে।
দৌলতপুর জামে মসজিদের ইমাম হাফেজ মোহাম্মদ রবিউল হোসেন জানান, আবুল খায়ের নিয়মিত মসজিদে এসে নামাজ আদায় করতেন। তিনি নাঙ্গলকোট পৌরসভার দৌলতপুর গ্রামের মরহুম সংশের আলীর ছেলে এবং দীর্ঘ সময় শিক্ষকতা পেশায় ছিলেন। সর্বশেষ নাঙ্গলকোট বাজার আফসারুল উলুম কামিল মাদরাসার ইংরেজি বিভাগের শিক্ষক হিসেবে কাজ করেছেন।
ইমাম হাফেজ রবিউল বলেন, ভোরে তাহাজ্জুদের নামাজ শেষে ফজরের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, এমন সময় তার মৃত্যু হয়।
মৃতের ছেলে শাহ আলম বলেন, বাবা প্রতিদিনের মতো আজও মসজিদে এসে নামাজ পড়তে গিয়েছিলেন। মৃত্যুর এই ঘটনাটি মসজিদ কমিউনিটিতে গভীর শোকের সৃষ্টি করেছে।
Copyright © 2025 Dainik Cumilla. All rights reserved. | Developed by UNIK BD