ডেস্ক রিপোর্ট।।
লেবাননের কাদেরিয়া আলিয়া তরিকার শায়খ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক স্কলার, আওলাদে রাসূল, শাহসুফি শায়খ আল্লামা সৈয়দ আহমদ আব্দুল মাজিদ জুবি আল গিলানী আল হোসাইনী (রা:) আজ লেবাননের ত্রিপোলীতে ইন্তেকাল করেছেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজেউন)।
শায়খ জুবির হাতে লেবাননে অসংখ্য অমুসলিম ভাই বোন ইসলাম গ্রহণ করে মুসলিম হয়েছেন। আংক্কারা অঞ্চলের সকল মানুষের কাছে শায়খ জুবি অত্যান্ত সম্মানিত ও মান্যবরেষু ছিলেন। তাঁর ইন্তেকালে লেবাননের আংক্কারাসহ তথা গোটা মুসলিম বিশ্বের বিশাল ক্ষতি সাধিত হলো।
আরেফে রাব্বানী শাহ আবদুস সোবহান রিসার্চ সোসাইটি,কুমিল্লা
এবং বাংলাদেশের সকল সুন্নী জনতার পক্ষ হতে শোক প্রকাশ করছি।
আল্লাহতায়ালা শায়খকে জান্নাতুল ফেরদৌসের আ'লা মাকাম নসীব করুন এবং তাঁর দারাজাত দিনদিন বুলন্দ করুন।