1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
ব্রাহ্মণপাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্থ প্রান্তিক চাষীদের মাঝে পোনামাছ বিতরন - Dainik Cumilla
বুধবার, ০৭ মে ২০২৫, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় আড়াই বছরের শিশু নিখোঁজের একদিন পর ডোবা থেকে লাশ উদ্ধার কুমিল্লা জেলার বিভিন্ন থানার ১৩৪ টি রাজনৈতিক গায়েবি মামলা প্রত্যাহার করেছে সরকার ব্রাহ্মণপাড়ায় কিশোর গ্যাং ও বাল্যবিবাহসহ সামাজিক অবক্ষয় রোধে মতবিনিময় সভা কুমিল্লায় সাবেক রেলমন্ত্রীর শ্বশুরবাড়িতে হামলা ভাঙচুর লুটপাট কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার পক্ষে এনসিপি কুমিল্লা নগরীর তেল ওজনে কম দেওয়ায় দুই পেট্রোল পাম্প সিলগালা কুমিল্লা মহাসড়কের পার্শ্ব থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার কুমিল্লা শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার ১৬৭ ‘ভেন্যু কেন্দ্র’ বাতিল নাঙ্গলকোটের শ্রীফলিয়া উচ্চ বিদ্যালয় নবগঠিত কমিটির পরিচিতি সভা ও সংবর্ধনা ব্রাহ্মণপাড়ায় প্রান্তিক নারীদের নিয়ে তথ্য কেন্দ্রের উঠান বৈঠক অনুষ্ঠিত

ব্রাহ্মণপাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্থ প্রান্তিক চাষীদের মাঝে পোনামাছ বিতরন

  • প্রকাশিতঃ বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ৯১ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় ২০২৪-২৫ অর্থ বছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় বন্যায় ক্ষতিগ্রস্থ প্রান্তিক মৎস্য চাষীদের মাঝে পোনামাছ বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ১১টায় উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে মৎস্য দপ্তরের কার্য্যালয় প্রাঙ্গনে এই পোনামাছ বিতরন করা হয়। এতে উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্থ ৮০ জন মৎস্যচাষীদের মাঝে ১০ কেজি ৫ শত গ্রাম করে বিভিন্ন প্রজাতির মিশ্র পোনামাছ বিতরন করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার স.ম. আজহারুল ইসলাম এর সভাপতিত্বে ও উপজেলা মৎস্য কর্মকর্তা জয় বণিক এর সার্বিক তত্ত্বাবধানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ বেলাল হোসেন। এসময় বিভাগীয় মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা লিলা বতি হিংস চৌধুরী, অফিস সহকারি মোঃ জহিরুল আলমসহ মৎস্যচাষীরা উপস্থিত ছিলেন। এবিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা মোঃ বেলাল হোসেন বলেন, বন্যায় ক্ষতিগ্রস্থ মৎস্যচাষীদের কিছুটা ক্ষতি পুষিয়ে নিতে সরকার পোনামাছ দেওয়ার উদ্যোগ গ্রহন করেছে। পরবর্তীতে ক্ষতিগ্রস্থদের আরো সাহায্যে-সহযোগিতা করা হবে। উপজেলা মৎস্য কর্মকর্তা জয় বণিক বলেন, এই উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্থ ৮০ জন মৎস্যচাষীদের মাঝে ১০ কেজি ৫ শত গ্রাম করে বিভিন্ন প্রজাতির মিশ্র পোনামাছ বিতরন করা হয়েছে। এতে ক্ষতিগ্রস্থ মৎস্যচাষীরা কিছুটা হলেও ক্ষতি পুষিয়ে নিতে পারবে। ভবিষ্যতেও তাদেরকে আরো সহযোগিতা করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD