মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ড্রেজার এবং বালু মহালের নিয়ন্ত্রক কুখ্যাত মাটি খেকু আবদুল কাদির (৩৫) কে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে৷ আবদুল কাদির সুনামগঞ্জ জেলার বাসিন্দা আবদুল মান্নান এর ছেলে৷ বর্তমানে সে ব্রাহ্মণপাড়া উপজেলার কল্পবাস এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করত৷ ২১ অক্টোবর মঙ্গলবার সন্দায় তাকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ (১) ধারায় একবছরের কারাদণ্ড প্রদান করা হয়৷ উপজেলা ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার স ম আজহারুল ইসলাম এ দণ্ডাদেশ প্রদান করেন৷ এসময় আঃ কাদির অবৈধ ড্রেজার মেশিনের মাধ্যমে ফসলি জমির মাটি নাগাইশ দঃ পাড়া এলাকা থেকে ধান্যদৌলে আনত৷ এসময় এস আই সামছুদ্দিনসহ পুলিশের একটি দল উপস্থিত ছিল৷ উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট স ম আজহারুল ইসলাম বলেন অবৈধ ড্রেজার মেশিনের বিরুদ্ধে প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে৷