মোঃ রেজাউল হক শাকিল।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ার ঐতিহ্যবাহী নাগাইশ দরবার শরীফের প্রথম কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১৯ অক্টোবর) সকালে বাইতুর রাজ্জাক জামে মসজিদে এই কেন্দ্রীয় কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে। নাগাইশ দরবার শরীফের বর্তমান পীর সাহেব মাওলানা মোশতাক ফয়েজী'র সভাপতিত্বে কেন্দ্রীয় কাউন্সিল সভা উদ্বোধন করেন ফুরফুরা দরকার শরীফের পীর সাহেব মাওলানা আবদুল হাই মোঃ মিশকাত সিদ্দিকী।
কেন্দ্রীয় কাউন্সিল সভায় স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক মাওলানা রফিকুল ইসলাম ফয়েজী।
এসময় উপস্থিত ছিলেন জৈনপুর দরবার শরীফের পীর সাহেব মাও. আবু মুসা আশয়ারী, আড়াইবাড়ি দরবার শরীফের পীর সাহেব মাও. গোলাম খবীর সাঈদী, মাওঃ ডক্টর হিফজুর রহমান, মাওঃ নুরুজ্জামান, মাওঃ আবদুল হালিম, মাওঃ গোলাম কবির আযহারী, মাওঃ মোল্লা নাজিম উদ্দীন, মাওঃ হোসাইন আহাম্মদ হানাফি, মাওঃ মোঃ বাহাউদ্দীন, মাওঃ রুহুল্লাহ সাজুলি, মাওঃ নাঈমুর রহমান, মাওঃ আবু বকর সিদ্দিকী, মাওঃ গোলাম জিলানী, মাওঃ সাইফুল ইসলাম লোদী, মাওঃ রুহুল আমিন, মাওঃ আবু নছর আশরাফী, সাইয়্যেদ মোঃ মাহবুব ইজ্জুদ্দিন জাবিরী, শোয়াইব আহমদ আশরাফী, মাওঃ ইসমাইল হোসাইন ভূইয়া, ডক্টর কুতুবউদ্দিন বখতিয়ার, মাও ওবায়দুল্লাহ্, আব্দুল্লাহিল বাকীসহ
দেশবরেণ্য আলেম-ওলামা বৃন্দ।