মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। রোববার (১৩ অক্টোবর) রাতে উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় দেড়লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্থ পরিবার।
স্থানীয়রা জানান, গত রোববার সন্ধ্যা ৭টায় জিরুইন উত্তরপাড়া এলাকার রমিজ উদ্দিন মেম্বারের বাড়ির খলিলুর রহমানের মো. রবিউল হাসানের বসতঘরে বৈদ্যুতিক শকট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় স্থানীয় লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে একপর্যায়ে তারা প্রায় একঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে একটি বসতঘর ও ঘরে থাকা আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত রবিউল হাসান জানান, এ ঘটনায় তার বসতঘর ও ঘরে থাকা আসবাবপত্র পুড়ে প্রায় দেড়লাখ টাকার ক্ষতি হয়েছে।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সহায়তা প্রদানের আশ্বাস দেন।