মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় নিখোঁজের ৩ ঘন্টা পর বাড়ির পাশের পুকুর থেকে বৃদ্ধার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ৷ শুক্রবার সকালে উপজেলার মালাপাড়া ইউনিয়নের মনোহরপুর গ্রামে এ ঘটনা ঘটে৷ নিহতের পরিবার ও থানা সুত্রে জানা যায় নিহত সাফিয়া খাতুন ( ৮০) উপজেলার মনোহরপুর গ্রামের মৃত আবদুল গনির স্ত্রী৷ তিনি দৈর্ঘদিন যাবৎ শারীরিক সমস্যায় ভুগছিলেন৷ বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে সাফিয়া খাতুন নিজের থ্কার ঘরের দরজা খোলে বাহিরে বাতরোমে যায়৷ দৈর্ঘসময় অতিবাহিত হওয়ার পরেও ফিরে না আসায় পরিবারের লোকজন বিভিন্ন যায়গায় খোজাখুজি করে তাকে না পেয়ে মযজিদের মাইকে ঘোষণা করা হয়৷ পরে সকাল আনুমানিক ৬.১৫ মিনিটের দিকে একই এলাকার শরাফত আলীর স্হানীয় গ্রাম পুলিশকে জানায় যে তাদের পুকুরে একটি লাশ ভেসে আছে৷ এ খবরে স্বজনরা গিয়ে লাশ সনাক্তকরে বাড়িতে নিয়ে আসে৷ পরে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ কে খবর দিলে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে৷ ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ দেলোয়ার হোসেন বলেন, খবর পেয়ে দেবিদ্বার সার্কেল ( এস পি) মোঃ মহসিন স্যার ও আমি ঘটনাস্থল পরির্দশন করি৷ নিহতের লাশের সোরতহাল রির্পোট তৈরি করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে৷