নেকবর হোসেন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ এলাকায় কাভার্ড ভ্যানের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার লালবাগ এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহীর হলেন, সদর দক্ষিণ উপজেলার ধনপুর তারা পুস্কুরণী এলাকার মোঃ শহীদ মিয়ার ছেলে দেলোয়ার হোসেন (২৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী সড়কে দ্রুতগতিতে এসে একটি মোটরসাইকেল কাভার্ডভ্যানে ধাক্কা দিয়েছে। এসময় মোটরসাইকেলে তিনজন আরোহী ছিলেন। ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। বাকী দুইজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।
এই বিষয়ে মিয়ারবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত হোসেন বলেন, আমরা স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছি। আরো দুইজন গুরুতর আহত হয়েছেন। তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে।