মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।
মর্যাপূর্ণ বার্ধক্য:বিশ্বব্যাপী প্রবীণ পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালীকরণ এ স্লোগান কে সামনে রেখে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ৩৪তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে৷ মঙ্গলবার সকালে উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে প্রবীন দিবস উপলক্ষে একটি র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ উপজেলা নির্বাহী অফিসার স.ম আজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ কবির আহামেদ৷ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার হালিমা পারবিন, উপজেলা প্রকল্পবাস্তবায়ন অফিসার মোঃ কামাল উদ্দিন৷ আলোচনা সভায় বক্তারা ৩৪তম আন্তর্জাতিক প্রবীন দিবস উপলক্ষে প্রবীনদের সুরক্ষায় বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়৷