মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই গ্রামের সমাজ সেবক খোরশেদ আলম হত্যা মামলার বিচারের দাবিতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে৷ রবিবার ( ২৯ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা জেলা প্রেসক্লাবের সমানে এ মানব বন্ধন করেছে নিহত খোরশেদ আলমের পরিবার৷ নিহত খোরশেদ আলম হত্যা মামলার বাদী ( স্ত্রী) নাসিমা আক্তার বলেন গত ২০১৮ সালের ৮ই সেপ্টেম্বর ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই গ্রামে দলাদলির নামে শিদলাই নাজনীন হাই স্কুলের পাঁচ বারের নির্বাচিত ম্যানেজিং কমিটির সদস্য মৃত অধুদ মেম্বার এর ছেলে খোরশেদ আলম কে নির্মম ভাবে কুপিয়ে হত্যা করা হয়। বর্তমানে হত্যা মামলাটি চলমান রয়েছে৷ কিন্তু ২০২২ সালে ব্রাহ্মনপাড়া উপজেলার কিছু প্রভাবশালীর কারনে বাদী পক্ষের মতামত ছারাই বিষয়টি শেষ করা হয়েছে বলে প্রচার চালান আসামি পক্ষ৷ সালিশী বৈঠক বাস্তবায়ন করার জন্য বাদীকে বার বার ভয়ভীতি দেখান তারা৷ বাদীর দেবর জসিম ও ভিকটিম অহিদ মেম্বার কে কয়েক বার উপজেলায় উঠিয়ে এনে ভয়ভীতি দেখিয়ে জরিমানার কিছু টাকা নিতে বাদ্য করে এবং কিছু টাকা দেওয়ার নাম করে বাদীর কাছে থেকে সাদা স্ট্যাম্পে জোরপূর্বক সাইন নেয় এবং ভিডিও করে রাখে যা এখন আসামি পক্ষ পুজি করে কোর্টে উপস্থাপনা করছে৷ বিচারাধীন মামলার প্রকৃয়াকে বাধাগ্রস্থ করার চেষ্টা করছ। আমাদের পরিবারের দাবি একটাই সমাজ সেবক খোরশেদ আলম হত্যার সাথে জরিত মোশাররফ, রশিদ, জয়দল, মানিক, শানু মিয়া, শাহাবুদ্দিন, দুলাল, দুধ মিয়া, নাছির উদ্দিন, উজ্জ্বল, সাইফুল, জাহাঙ্গীর, বাবুল, সোহাগ, জমির, আক্তার, মানিক, খায়ের, জহির, বাদল, আলাউদ্দিন, মফিজুল ইসলামদের ফাঁসি চাই৷ মানব বন্ধনে উপস্থিত ছিলেন নাছিমা আক্তার (বাদী), সালাউদ্দিন (ছেলে), রুমা আলম(মেয়ে), জসিম উদ্দিন (ছোট ভাই), আব্দুল অহিদ (সাবেক মেম্বার), আমির হোসেন ও আক্তার হোসেনসহ আরো অনেকে৷