মো: মোশাররফ হোসেন মনির, মুরাদনগর ।।
কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জয়নাল মোল্লার বিরুদ্ধে য়ড়যন্ত্রমূলক মিথ্যা মামলা করার প্রতিবাদে ও প্রকৃত ঘটনা উদ্ধার করে ষড়যন্ত্রকারিদের বিরুদ্ধে প্রয়োজনিয় ব্যবস্থ গ্রহনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করে এলাকাবাসি।
শুক্রবার সকাল ১০ টায় উপজেলার বাঙ্গরাবাজার থানাস্থ হাটাশ বাজারে এই মানববন্ধ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এ সময় শহ¯্রাধিক নারী-পুরুষ বিক্ষোভে অংশ নেয়।
মানববন্ধনের বক্তারা অভিযােগ করে বলেন, নিখিল দেবনাথের স্ত্রী মুঞ্জুর রানী দেবনাথ ও মেয়ে শান্তা দেবনাথ খারাপ চরিত্রের মানুষ। এরা এর আগেও বিভিন্ন লোকদের বিরুদ্ধে বিভিন্ন সময় তাদের ধর্ষনের মিথ্যা অভিযোগ করতেন এবং পূর্ব শশ্রুতার জের ধরে পতিপক্ষ মুরাদনগর উপজেলার সেচ্ছাসেবক দলের সদস্য সচিব জয়নাল মোল্লার বিরুদ্ধে ধষর্নের চেষ্ঠার মিথ্যা অভিযোগ এনে আদালতে মিথ্যা মামলা দেয়ের করেছে। আমরা এই মিথ্যা মালার প্রতিবাদ করি এবং তদন্ত করে প্রকৃত অপরাধিদের বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যাবসায়ী গিয়াস উদ্দিন ভুঁইয়া, সাবেক চেয়ারম্যান কাজী ময়নাল হোসেন, বাঙ্গরা উমলোচন উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরষদের সদস্য গোলাম মোস্তফা, বাদীর চাচা হরিদন দেবনাথ, বিপ্লব চক্রবর্তী, বলাই দেবনাথ, দুলাল দেবনাথ, মাজেদুল মেম্বার, বশির আহমেদ, ছামছুল হক, নোভেল ভুইয়া প্রমূখ।