মোঃ রেজাউল হক শাকিল।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নানা অনিয়মের অভিযোগে মাংস বিক্রেতাসহ দুই দোকানিকে ১৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার দুপুরে উপজেলার সাহেবাবাদ বাজারে এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।
এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা। এসময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর পারভীন সুলতানা, প্রানী সম্পদ কর্মকর্তার প্রতিনিধি ও ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ব্রাহ্মণপাড়ায় বাজার মনিটরিং অভিযান পরিচালনার সময় মূল্য তালিকা প্রদর্শণ ব্যতিত পন্য বিক্রয়, খাদ্যের মোড়কে উৎপাদন, মেয়াদ উত্তীর্ণের তারিখ ও মূল্য না থাকায় অপরাধে সাহেবাবাদ বাজারের জসিম স্টোরের মালিককে ভোক্তা অধিকার আইনে দশ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন অপরাধে একই বাজারের আল্লাহর দান মাংশের দোকানের মালিককে সাত টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা জানান, বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এধরণের অভিযান আব্যাহত আছে।