নেকবর হোসেন:
কুমিল্লা জেলায় পুলিশে ব্যাপক রদবদল হয়েছে। জেলায় কর্মরত পুলিশের ১৫ কর্মকর্তাকে বিভিন্ন পদে বদলী করা হয়েছে। ১১টি থানায় দেওয়া হয়েছে নতুন অফিসার ইনচার্জ। ডিবিতেও দেওয়া হয়েছে নতুন অফিসার ইনচার্জ। দু’টি থানার অফিসার ইনচার্জকে কুমিল্লা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। গতকাল ১৪ সেপ্টেম্বর (শনিবার) কুমিল্লা জেলা পুলিশ সুপার মোঃ আসফিকুজ্জামান আকতার স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানা গেছে।
কুমিল্লা জেলা পুলিশের বিশেষ শাখার ডিআইও-১ সৈয়দ ফজলে রাব্বী বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, শনিবার (১৪সেপ্টেম্বর) কুমিল্লা জেলা পুলিশ সুপার জেলার বিভিন্ন থানা ও গুরুত্বপূর্ন পদে ১৫জন কর্মকর্তাকে বদলী বা পদায়ন করেন। এর মধ্যে ১১ জন কর্মকর্তাকে ১১ টি থানায় অফিসার ইনচার্জ পদে, ১জনকে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ পদে, একজনকে সদও কোর্টেও পুলিশ পরিদর্শক ও দুই জনকে কুমিল্লা জেলা লাইনওআর-এ সংযুক্ত করে অফিস আদেশ দেওয়া হয়। আদেশে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কর্মকর্তারা বদলীকৃত স্থানে দায়িত্ব পালন করবেন এবং এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।
জানা গেছে, কুমিল্লা সদর কোর্টের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো: মাহবুবুল হককে মুরাদনগর থানায় অফিসার ইনচার্জ পদে বদলী করা হয়েছে। কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর ভূঞাকে নতুন কর্মস্থল লাইনওআর কুমিল্লায় সংযুক্তি করা হয়েছে। মুরাদনগর থানার অফিসার ইনচার্জ প্রভাষ চন্দ্র ধরকে সদর কোর্ট কুমিল্লায় পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদে বদলী করা হয়েছে। তিতাস থানার অফিসার ইনচার্জ কাজী নাজমুল হককে বরুড়া থানায় অফিসার ইনচার্জ পদে বদলী করা হয়েছে। কুমিল্লা লাইনওআর পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) সাজ্জাদ করিম খানকে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ পদে বদলী করা হয়েছে। কুমিল্লা লাইনওআর থেকে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো: মহিনুল ইসলামকে কোতয়ালী থানায় অফিসার ইনচার্জ পদে বদলী করা হয়েছে। চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ মো: নাজমুল হুদাকে চান্দিনা থানার অফিসার ইনচার্জ পদে বদলী করা হয়েছে। কুমিল্লা লাইনওআর থেকে পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) এ.টি.এম আক্তার উজ্জামানকে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ পদে বদলী করা হয়েছে। কুমিল্লা লাইনওআর থেকে পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) জুনায়েত চৌধুরীকে দাউদকান্দি থানায় অফিসার ইনচার্জ পদে বদলী করা হয়েছে। কুমিল্লা লাইনওআর থেকে পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ আজিজুল হককে বুড়িচং থানায় অফিসার ইনচার্জ পদে বদলী করা হয়েছে। কুমিল্লা লাইনওআর থেকে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মুহাম্মদ রফিকুল ইসলামকে সদর দক্ষিন মডেল থানায় বদলী করা হয়েছে। মো: শাহ আলমকে কুমিল্লা লাইনওআর থেকে পুলিশ পরির্দশক (নিরস্ত্র) লালমাই থানায় অফিসার ইনচার্জ পদে বদলী করা হয়েছে। বরুড়া থানার অফিসার ইনচার্জ মো: রিয়াজ উদ্দীন চৌধুরীকে কুমিল্লা লাইনওআর এ সংযুক্ত করা হয়েছে। হোমনা থানার অফিসার ইনচার্জ জয়নাল আবেদীনকে মেঘনা থানায় অফিসার ইনচার্জ পদে বদলী করা হয়েছে। জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো: আজিজুল ইসলামকে তিতাস থানার অফিসার ইনচার্জ পদে বদলী করা হয়েছে।