মোঃ রেজাউল হক শাকিল।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বন্যার্ত শিশুদের মাঝে বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলার পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে৷ শুক্রবার সকালে উপজেলার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থান নেয়া বন্যার্ত শিশুদের মাঝে আশরাফ ফাউন্ডেশন অফ কুমিল্লা ও সাংবাদিক ব্রাহ্মণপাড়া উপজেলার যৌথ সহযোগিতায় এ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে৷ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলা শাখার সাধারন সম্পাদক, দৈনিক আমাদের কুমিল্লা'র ভারপ্রাপ্ত সম্পাদক, সাংবাদিক, টকশো উপস্থাপন ও মুক্তিযোদ্ধ গবেষক শাহজাদা এমরান৷ বন্যার্ত শিশুদের মাঝে এসময় ডাইপার, চকলেট ও বিভিন্ন ঔষদ সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলা শাখার দপ্তর সম্পাদক ও দৈনিক ব্রাহ্মণপাড়া-বুড়িচং সংবাদের সম্পাদক ও প্রকাশক সাংবাদিক সৈয়দ আহাম্মদ লাভলু, ব্রাহ্মণপাড়া উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি ও ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাংবাদিক ফারুক আহাম্মদ, বুড়িচং উপজেলা সাংবাদিক সমিতির সাধারন সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ আনোয়ারুল ইসলাম, সাংবাদিক সমিতির যুগ্ম সাধারন সম্পাদক ও ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সহ- সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম ভূইয়া, সাংবাদিক সমিতির, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক আতাউর রহমান, সাংবাদিক সমিতির দপ্তর সম্পাদক ও ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের তথ্য ও আইসিসি সম্পাদক মোঃ ইমাম হোসাইন৷ এসময় সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ চলমান বন্যার্ত মানুষের বিভিন্ন বিষয়ে খোজখবর নেন৷