মো: ওমর ফারুক মুন্সী :
কুমিল্লার দেবিদ্বার উপজেলার বাঙ্গুরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.সেলিম ‘প্রধান শিক্ষক’র পদ থেকে পদত্যাগ করেছেন। সোমবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি। এ বিষয়টি নিশ্চিত করেছেন ইউএনও নিগার সুলতানা। মো.সেলিম দেবিদ্বার উপজেলা কৃষকলীগের সভাপতি।
এর আগে গত ২৯ আগষ্ট বৃহস্পতিবার প্রধান শিক্ষক মো. সেলিমের পদত্যাগের দাবিতে শিক্ষার্থী ও এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ করছে। মানববন্ধনে তাঁর বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটিয়ে আর্থিক অনিয়ম, নারী কেলেংকারী, অসৎ আচরণ, অতিরিক্ত টাকা আদায়, স্বেচ্ছাচারিতাসহ নানা অভিযোগ আনা হয়। পরে ওই দিনই তার বিরুদ্ধে ইউএনও’র বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়।
এ বিষয়ে জানতে মো. সেলিমের ফোন নম্বরে একাধিকবার ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেওয়ান মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, প্রধান শিক্ষক পদত্যাগের পর নিয়ম অনুযায়ী সহকারি প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন।
এ বিষয়ে দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিগার সুলতানা বলেন, বাঙ্গুরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম ব্যক্তিগত অসুবিধার কারণ দেখিয়ে অব্যহতি পত্র জমা দিয়েছেন। বিধি মোতাবেক পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।