1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
গভীর শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় ব্রাহ্মণপাড়ায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত - Dainik Cumilla
রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১১:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত আধুনিক দেশ গড়তে যোগ্য ও সৎ মানুষের বিকল্প নেই…ডক্টর এডভোকেট মোবারক হোসাইন ব্রাহ্মণপাড়ার সালদানদী বিজিবির অভিযানে দুই ভারতীয় নাগরিক আটক ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজার মেশিন মালিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা, ৬শ ফোট পাইপ বিনষ্ট কুমিল্লায় বিজিবির অভিযানে ২৭ লাখ টাকার ভারতীয় আতশবাজি জব্দ কুমিল্লায় ১২ মামলার আসামি ইয়বাসহ গ্রেফতার ব্রাহ্মণপাড়ায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাচ্ছে প্রায় ৩৭ হাজার শিশু চৌদ্দগ্রামে পরিবারের সাথে অভিমানে বিষপানে গৃহবধূর আত্মহত্যা দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় এক অটোরিকশাচালক নিহত আসন্ন ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে নেই আগের মতো ব্যস্ততা কুমিল্লায় বিজিবি’র অভিযানে ৩০ লক্ষ টাকার অবৈধ ভারতীয় চাউল জব্দ

গভীর শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় ব্রাহ্মণপাড়ায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৫৪ বার পঠিত

মোঃ বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া ।।

২১শে ফেব্রুয়ারি হচ্ছে বাঙালি জাতির জন্য এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এই দিনটি হচ্ছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের এই দিনে মায়ের ভাষা বাংলার দাবিতে বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়েছিলেন সালাম, বরকত, রফিক, জব্বারসহ আরও অনেকে। ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে ও যথাযোগ্য মর্যাদায় ২১শে ফেব্রুয়ারি উদযাপন উপলক্ষে সারাদেশের ন্যায় কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা পরিষদ প্রাঙ্গন শহীদ মিনারে মঙ্গলবার রাত ১২ টা ১ মিনিটে পুষ্পস্তবক অর্পন করা হয়। এরপর বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও বিভিন্ন দপ্তর সমূহ পুষ্পস্তবক অর্পন করে। ভোরসকালে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী, বেসরকারী, আধাসরকারী, স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান,স্কুল ও কলেজসহ সকল ভবনসমূহে সঠিক নিয়মে, সঠিক মাপের জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনির্মিত রাখা হয়। সকাল ১০টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাদ যোহর বিভিন্ন মসজিদ ও মন্দিরে শহীদদের আত্নার শান্তি কামনায় দোয়া পড়ানো হয়।

দিনব্যাপী প্রশাসনের বিভিন্ন অনুষ্ঠানে সভাপতি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম সুজন, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ কাউছার হামিদ, থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ইদ্রিস মিয়া মাষ্টার ও নুরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান যথাক্রমে মোঃ ফরিদ উদ্দিন, মোঃ জহিরুল হক, আতিকুর রহমান রিয়াদ, ওমর ফারুক, সাইফুল ইসলাম (আলাউল) আকবর, মনির হোসেন চৌধুরী, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু হাসনাত মোঃ মহিউদ্দিন মুবিন, প্রকৌশলী আব্দুর রহিম, পল্লী বিদ্যুতের ডিজিএম মোস্তাফিজুর রহমান, শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাসুদ ইবনে হোসাইন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আহম্মদ, বিআরডিবি কর্মকর্তা কাজী শফিকুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ এণামুল হক, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাহবুবুল হাছান, মৎস্য কর্মকর্তা জয় বণিক, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম আজমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

এসময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, স্কুল-কলেজ ও সকল শ্রেণীপেশার লোকজন উপস্থিত থেকে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD