1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
সরকারি জমি বরাদ্ধের নামে প্রবাসীদের লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ, লাপাত্তা প্রতারক আবুল - Dainik Cumilla
মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লার তিতাসে কবরস্থানের পাশ থেকে নারীর লাশ উদ্ধার দেবিদ্বারে রুবেল হত্যা মামলার আসামী বিল্লাল গ্রেপ্তার মুরাদনগরে যুবলীগ নেতাকে জাতীয় নাগরিক পাটিতে পূর্নবাসন চেষ্টা, জনতার প্রতিরোধ ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল চৌদ্দগ্রামে দাদার বিরুদ্ধে নাতনিকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, আটক ১ কুমিল্লার আদালতে সাবেক বার সেক্রেটারির ওপর আইনজীবীদের হামলা মুরাদনগর উপজেলার খাল দখল করে মাটি ভরাট করা হচ্ছে। মুরাদনগরে অবৈধ ড্রেজার দিয়ে সরকারি খাল মাটি ভরাট, প্রশাসন নিরব কুমিল্লার লাকসামে নানা শ্বশুর বাড়ি বেড়াতে এসে গণধর্ষণের শিকার গৃহবধূ, গ্রেপ্তার ৫ কুমিল্লা ট্রমা হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ আমার পরিচয়ে কেউ তদবির-চাঁদাবাজি করলে আইনি ব্যবস্থা নিন: আবু রায়হান

সরকারি জমি বরাদ্ধের নামে প্রবাসীদের লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ, লাপাত্তা প্রতারক আবুল

  • প্রকাশিতঃ রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ২১৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

বাহারাইনে অবস্থানরত প্রবাসীদের কাছ থেকে সরকারী ভাবে জমি বরাদ্ধের নামে ৩৫ লক্ষ টাকা আৎসাত করে লাপাত্তা কুমিল্লার প্রতারক আবুল। এ বিষয়ে সদর দক্ষিন মডেল থানাসহ সরকারী বিভিন্ন দপ্তরে কয়েকটি অভিযোগ করেন ভূক্তভোগী প্রবাসীদের পরিবার।
ভূক্তভোগী পরিবার ও অভিযোগ সূত্রে জানা যায়- কুমিল্লা জেলার সদর দক্ষিন উপজেলার, ৫নং পশ্চিম জোরকানন ইউনিয়নের বানীপুর গ্রামের মৃত আবদুল খালেকের প্ত্রু আবুল ওরফে মেহেদীর বিরুদ্ধে বাহারাইনে কর্মরত বিভিন্ন জেলার ৭/৮ জন প্রবাসীর কাছ থেকে ৩৫ লক্ষ টাকা আৎসাত করে করার অভিযোগ পাওয়া যায়। অভিযোগে প্রবাসী ও পরিবারের দাবী, আবুল ওরফে মেহেদীও ছিলেন। বাহারাইনের মানামা শহরের আমোটন অমল হাসান বুদাইয়া শহরে চাকুরী করতেন। সেই সুবাধে আশপাশের অন্যান্য বিভিন্ন জেলার প্রবাসীদের সাথে গড়ে উঠে গভীর সর্ম্পক। নিজেকে বাংলাদেশের একজন প্রভাবশালী নেতা পরিচয় দেন। বিএনপি সরকার পরিবর্তন হওয়ার পর তত্ত¦াধায়ক সরকার ক্ষমতায় আসার সাথে সাথে শুরু হয় প্রতারনা। হঠাৎ করে সিদ্ধান্ত নেন বাংলাদেশে চলে আসবেন এবং তার নিকটতম আত্মীয় প্রবাসী কল্যান মন্ত্রনালয়ে আছে। বাহরাইনে স্থানীয় ৭/৮ জন প্রবাসীদের কাছ থেকে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, পাসপোটের ফটোকপি সংগ্রহ করতে থাকেন। দেশে আসার পর তাদেরকে সরকারী ভাবে জমী বরাদ্ধ নিয়ে দিবে এবং স্থায়ী ভাবে আবাসনের ব্যবস্থার করার আশ^াস দিয়ে চলে আসেন বাংলাদেশে । কিছুদিন অতিবাহিত হওয়ার পর বাহারাইনে অবস্থারত প্রবাসীদের কে টাকা পাঠানোর জন্য চাপ প্রয়োগ করতে থাকে। মন্ত্রনালয়ে প্রত্যেক প্রবাসীদের জন্য জমি বরাদ্ধের কাজ চলছে এবং সরকারী ভাবে বিভিন্ন দপ্তরে টাকা দিতে হবে বলে টাকা দাবী করেন। তার কথায় বিশ^াস করে বাহারাইনে অবস্থানরত প্রবাসী কুমিল্লা জেলার লালমাই উপজেলার শাসনপাড় গ্রামের শাহজাহান, নরসিংদী জেলার পলাশ নতুন বাজার গ্রামের রবিউল হোসেন, ফেনী জেলার মনির হোসেন, চাদপুর জেলার কামরুল, সিরাজুল ইসলাম সহ আরো কয়েকজন প্রবাসীর অসহায় প্রবাসীরা তাদের আত্মীয় স্বজনরা প্রতারক আবুলের নিকট ৩৫ লক্ষ টাকা বাংলাদেশে পাঠায়। টাকা পেয়ে তাদের কে দেওয়া হয় ভূয়া ব্যাংকের কাগজ পত্র।
দীর্ঘদিন যাওয়ার পর যোগাযোগ করা হলে প্রতারক আবুল বলেন- তাদের টাকা ব্যাংকে জমা আছে কাজ না হলে টাকা ফেরত দিয়ে দিবেন। তার পর থেকে তাদের সাথে যোগাযোগ বন্ধ করে দেন। প্রবসীদের পরিবারের পক্ষ থেকে ব্যাংকে যোগাযোগ করা হলে ব্যাংক কতৃপক্ষ জানান- উল্লেখিত শাহজাহান ২২ এপ্রিল ২০২৩ ইং তারিখে সোনালী ব্যাংক শাখায় একাউন্ট নং ৪২০৫০৬০২৪৯ এ একাউন্ট নাম্বারে ৩লক্ষ টাকা, ২৬ জুন ২০২৩ইং তারিখে একাউন্ট নং ৭৮৯৪৩২৫৬৭৯ নাম্বারে ২৪ লক্ষ ৩ হাজার জমা, মনির হোসেনকে ২৮ সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখে একই ব্যাংকের একাউন্ট নং৬৮৭৮৬৩২২ নাম্বারে ১ লক্ষ টাকা জমার রিসিট গুলোর নামে কোন একাউন্ট নেই। ব্যাংক ছাড়া ও বিকাশ নাম্বার ০১৭৪১৮৩৭০৭২ সহ সর্ব মোট ৩৫ লক্ষ টাকা হাতিয়ে নেয়। প্রবাসীদের পরিবারের পক্ষ থেকে তার নিজ গ্রামের বাড়িতে গিয়ে দেখতে পান বাড়ির দরজায় তালা ঝুলানো।
ভূক্তভোগী প্রবাসী শাহজাহান বলেন, আমরা প্রবাসীরা র্দীঘদিন বিদেশে শ্রমিকের কাজ করে টাকা আয় করে নিজ জেলার লোক হওয়ায় আবুলকে বিশ^াস করে আমি এবং আমার সহকর্মীদের কাছ থেকে রাজধানী ঢাকায় আমাদের কে আবাসনের ব্যবস্থা করে দিবে সেই সুবাধে বিভিন্ন সময়ে ৩৫ লক্ষ টাকা দিয়েছি। আমাদের সব টাকা আত্মসাৎ করায় আমরা এখন পথের ফকির হয়ে গেছি। আমি এখন কি করবো উপায় খুজে পাচ্ছি না। স্ত্রী পোলা মাইয়া লইয়া এখন না খাইয়া দিন কাটাই। এ ঘটনার পর শাহজাহানের পরিবারের পক্ষ থেকে সদর দক্ষিন মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। পুলিশ ও ভূক্তভোগী পরিবারের সদস্যরা প্রতারক আবুলের বাড়িতে গিয়ে দেখতে পান দরজায় তালা।
স্থানীয়দের এবিষয়ে জানতে চাইলে কামাল নামে এক ব্যক্তি বলেন- দীর্ঘদিন যাবৎ সে এলাকা থেকে উধাও পরিবার পরিজন নিয়ে কোথায় থাকে আমরা জানি না। তবে দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিনিয়ত তাকে খোঁজ করতে লোকজন আসেন। এ বিষয়ে ভুক্তভোগীদের পরিবারের পক্ষ থেকে সরকারী বিভিন্ন দপ্তরে কয়েকটি অভিযোগ দাখিল করা হয় ।
এ বিষয়ে সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আলমগীর হোসেন বলেন-ভূক্তভোগীরা অভিযোগ করেছেন। আমরাও তদন্তে গেলে তাকে বাড়ি যাওয়া যায়নি। আমরা তাকে অবশ্যই গ্রেফতার করবো।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD