মোঃ রেজাউল হক শাকিল।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বাড়ির পাশের খালের পানিতে ডুবে ইয়াছিন ( ৯ ) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার ( ১৭ আগস্ট ) দুপুরের দিকে উপজেলার শশীদল ইউনিয়নের সাজঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত শিশু ইয়াছিন ওই এলাকার আব্দুর রহিমের ছেলে।
মৃতের পরিবার ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ঘটনার দিন শনিবার দুপুরে দিকে শিশু ইয়াছিন বাড়ির পাশের খালের ওপর নির্মিত ব্রিজ থেকে খালের পানিতে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।