মোঃ বাছির উদ্দিন।।
২১শে ফেব্রুয়ারী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা জাতীয় পার্টি উপজেলা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। মঙ্গলবার রাত ১২টা ১মিনিটে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য প্রার্থী, জাতীয় কৃষক পার্টির কেন্দ্রীয় সদস্য ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম এর নের্তৃত্বে প্রায় শতাধিক নেতাকর্মী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন। পরে শহীদদের স্মরণে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন। এসময় উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও জসিম উদ্দিন ভূইয়া, সাংগঠনিক সম্পাদক শাহ আলমসহ জাতীয় পার্টি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্য্যায়ের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।