চৌদ্দগ্রাম প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে পূর্ববিরোধের জের ধরে একটি পুকুর থেকে বিভিন্ন প্রজাতির ৫লক্ষ টাকার মাছ লুট করে নিয়ে যায় প্রতিপক্ষ। এ ঘটনায় ভোক্তভোগী এনামুল হক একই এলাকার রেজাউল করিম নামের এক ব্যক্তিকে প্রধান আসামী করে ৭ জনের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেন। ঘটনাটি ঘটেছে বুধবার (১৪ আগস্ট) গভীর রাতে উপজেলার কনকাপৈত ইউনিয়নের তারাশাইল গ্রামে। তথ্যটি বৃহস্পতিবারে নিশ্চিত করেছেন থানার উপ-পরির্দশক আলমগীর হোসেন।
ভুক্তভোগী এনামুল হক থানায় দায়েরকৃত অভিযোগে উল্লেখ করেন, তিনি বিবাদী রেজাউল করিম রাজু ও তার ৩ বোন থেকে জায়গা ক্রয় করে একটি পুকুর খনন করে মাছ চাষসহ ভোগ দখল করে আসছে। ১৪ আগস্ট গভীর রাতে রেজাউল করিম রাজুর নেতৃত্বে ৭ জন অভিযুক্ত তার পুকুর থেকে চাষ করা বিভিন্ন প্রজাতির মাছ লুট করে নিয়ে যায় এবং জোরপৃর্বক জায়গাটি দখল করে।
চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক আলমগীর হোসেন বলেন, ‘ভুক্তভোগী এনামুল হকের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’