মো: ওমর ফারুক মুন্সী :
শেখ হাসিনা কোথায় পালাবে, যেখানেই পালিয়ে থাকুক, বাংলাদেশের মানুষ গণহত্যার দায়ে তাকে বিচারের মুখোমুখি দাঁড় করাবে। মঙ্গলবার (৬ আগষ্ট) বিকালে দেবিদ্বার নিউ মার্কেট ‘স্বাধীনতা চত্ত্বরে’ বিজয় মিছিল ও সমাবেশে এসব কথা বলেছেন, কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারী ও সাবেক ভাইস চেয়ারম্যান মো.সাইফুল ইসলাম শহীদ। পরে দেবিদ্বার উপজেলা জামায়াতের উদ্যোগে একটি বিজয় মিছিল বের হয়। মিছিলটি দেবিদ্বার পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিন করে পুনরায় চত্ত্বরে এসে শেষ হয়। এতে বিভিন্ন ইউনিয়ন থেকে আসা কয়েক হাজার মানুষ অংশ নেয়।
উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক শহীদুল ইসলামের সভাপতিত্বে সাইফুল ইসলাম শহীদ আরও বলেছেন, শেখ হাসিনার নির্দেশে পুলিশ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নির্বিচারে গুলি করে নিরাপরাধ ছাত্রদের হত্যা করেছে। বাংলাদেশের মানুষ তার নিষ্ঠুর পৈশাচিকতা বিভিন্ন গণমাধ্যমে দেখেছে। ২০০৯ সালে পিছনের দরজায় দিয়ে ক্ষমতায় আসার পর এদেশের চৌকশ সেনা কর্মকর্তাদের হত্যা করেছেন। এদেশের মানুষ পিলখানা হত্যাকান্ডের কথা ভুলে যায়নি, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে পরিকল্পিত হত্যার কথা ভুলে যায়নি মানুষ। আপনারা জামায়াতকে ধ্বংস করতে চেয়েছিলেন, কিন্ত পারেননি, আপনারা নিজেরাই ধ্বংস হয়ে গেছেন। এই বাংলাদেশে আর আওয়ামীলীগের নাম নিশানাও রাখা হবে না। তিনি নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, জামায়াত কখনো ধ্বংসাত্মক কাজে বিশ্বাসী নয়, আপনারা গত ১৬ বছর সহনশীন ছিলেন, বর্তমানেও সহনশীন থাকুন। রাষ্ট্রীয় সম্পদ ও জনগণের মালের হেফাজত করুন, সংখ্যালঘু পরিবারকে নিরাপত্তা দিন। আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণে তরুণ ও যুবকদের এগিয়ে আসতে হবে।
দেবিদ্বার পৌর শাখার জামায়াতের আমীর ফেরদাউস আহম্মেদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, এসএ সরকারি কলেজের সাবেক ভিপি গোলাম মোস্তফা সরকার, উপজেলা জামায়াতের সেক্রেটারি রুহুল আমিন খান, শিবিরের কুমিল্লা উত্তর জেলা সভাপতি আবদুল আলিম সরকার, দেবিদ্বার সরকারি কলেজের সাবেক এজিএস তমিজ উদ্দিন প্রমূখ