মোঃ রেজাউল হক শাকিল।।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন ছাত্র-জনতা। এ সময় স্থানীয় সাংসদের কার্যালয়ে ব্যাপক ভাংচুর, অগ্নিসংযোগ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতি ভাংচুর করেছেন উত্তেজিত জনতা।
সোমবার ( ৫ আগস্ট ) বিকেলে উপজেলার সদরের দক্ষিণ বাজার এলাকায় কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ আবু জাহেরের রাজনৈতিক কার্যালয় ও উপজেলা পরিষদে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এই হামলা চালানো হয়।
জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড আনন্দ মিছিল উপজেলার সদর এলাকার আল্লাহর নিরানব্বই নাম চত্বরে এসে জড়ো হয়। সেখান থেকে তারা বিভক্ত হয়ে উপজেলার বিভিন্ন সড়কে আনন্দ মিছিল করে। এ সময় উত্তেজিত জনতা এমপি জাহেরের রাজনৈতিক কার্যালয়ে প্রবেশ করে ভাংচুর ও অগ্নিসংযোগ করে। এছাড়াও উপজেলা পরিষদে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতি ভাংচুর করে উত্তেজিত জনতা।
পরে খণ্ড খণ্ড আনন্দ মিছিলগুলো আবারও উপজেলা সদরের আল্লাহর নিরানব্বই নাম চত্বরে এসে জড়ো হয় এবং মিষ্টি বিতরণ করে। সেখানে কিছুসময় অবস্থানের পর ছাত্র-জনতা বিভিন্ন স্লোগান দিয়ে তারা নিজ নিজ এলাকায় ফিরে যায়।