মোঃ রেজাউল হক শাকিল।।
ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের উদ্যােগে জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা রবিবার বিকালে উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে৷ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী জাহাঙ্গীর খান চৌধুরী এর সভাপতিত্বে যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী মোস্তফা ছারোয়ার খান এর পরিচালনায় শোক দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক ও কুমিল্লা দঃ জেলা আওয়ামী লীগের সদস্য এড. মোঃ জাহাঙ্গীর আলম ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি আবুর কাশেম, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মনিরুল হক, সাংগঠনিক সম্পাদক সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম সরকার, প্রচার সম্পাদক মোঃ আমজাদ হোসেন ভূইয়া, দপ্তর সম্পাদক ও জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম টিটু, মুক্তিযোদ্ধা বিষয় সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আঃ ছাক্তার মোল্লা, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল জলিল মেম্বার, মালাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ ভূইয়া, দুলালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ মাসুদ আলী হায়দার, শিদলাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবদুর কাদের বাচ্চু,উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জহিরুল হক, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মোস্তবা আলী শাহীন, সাধারন সম্পাদক মোঃ বিল্লাল হোসেন সরকার, উপজেলা শ্রমীকলীগের সভাপতি আনোয়ার হোসেন আনু, সাধারন সম্পাদক গাজী আঃ হান্নান, কুমিল্লা দঃ জেলা ছাত্রলীগের সহ- সভাপতি আবু কাউছার দীপুসহ উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ৷ আলোচলা সভায় বক্তারা বলেন আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস কেন্দ্রীয় কর্মসূচির ন্যায় পালন করা হবে৷ চলমান ছাত্র আন্দোলনের নামে সারা দেশে স্বাধীনতার বিপক্ষের শক্তি যে নৈরাজ্য সৃষ্টি করেছে ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগ তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি৷ জনসাধারনের জান মাল রক্ষার্থে কেন্দ্রীয় নির্দেশ অনুযায়ী মাঠে থাকার আহবান জানানো হয়৷