মোঃ বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ লতিফা ইসমাইল উচ্চ বিদ্যালয়ের সাবেক (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মরহুম আমীর হোসেন এর মৃত্যুতে শোক সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় স্কুল প্রাঙ্গনে স্কুলের পরিচালনা কমিটি ও শিক্ষক-কর্মচারীদের আয়োজনে এই শোক সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করেন আব্দুল হান্নান আজাদ। স্কুল পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে ও সহকারি শিক্ষক মোহাম্মদ আব্দুল ওহাব এর পরিচালনায় উপস্থিত ছিলেন স্কুলের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব মোস্তফা সারোয়ার খান, সাহেবাবাদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ হুমায়ন কবির, স্কুল পরিচালনা কমিটির সদস্য যথাক্রমে বজলুর রহমান মোল্লা, সাইদুর রহমান হোসেন, ওমর ফারুক পল্টু ও মোঃ আলী আক্কাছ, স্কুলের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক আবু তাহের মাষ্টার, জসিম উদ্দিন আখন্দ, মোঃ খোরশেদ আলম, মোঃ আব্দুল হান্নান আজাদ, মোঃ সাজ্জাদ হোসেন, মোঃ জিয়াউল হাসান খানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। শোক সভা ও মিলাদ মাহফিলে মরহুম মোহাম্মদ আমীর হোসেন এর কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য দেন অতিথিরা। এসময় তার বিদেহী আত্নার মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন বুড়িচং দরবার শরীফের পীর মাওলানা আব্দুল জব্বার। এসময় বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক-কর্মচারী ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।