মো: ওমর ফারুক মুন্সী :
বৃষ্টি উপেক্ষা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এতে কুমিল্লার মুরাদনগর, দেবিদ্বার ও তিতাসসহ কয়েকটি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে।
শনিবার(৩ আগস্ট) সকাল ১১টা থেকে বিকেলে ৪ পর্যন্ত কুমিল্লা-সিলেট মহাসড়কের কোম্পানীগঞ্জ বাস টার্মিনালে হয় বিক্ষোভ হয়। এ সময়, নয় দফা দাবির স্লোগানে উত্তাল হয়ে উঠছিল পুরো টার্মিনাল।
দেখা গেছে, সড়কের কোম্পানীগঞ্জ দক্ষিণ ব্রিজ থেকে উত্তর প্রান্তের ব্রিজ পর্যন্ত কয়েকটি ধাপে মাটির বস্তা, বাঁশ, মালবাহী ট্রাক, কাভার্ডভ্যান ব্যারিকেট দিয়ে রেখেছেন শিক্ষার্থীরা। কোম্পানীগঞ্জ টার্মিনালের মূল অংশে মাইক বাজিয়ে স্লোগান দিচ্ছেন হাজারো শিক্ষার্থী। তবে তবে চোখে পড়েনি প্রশাসনের লোকজন বা ক্ষমতাসীন দলের কোন নেতাকর্মীকে।
সড়ক ঘুরে দেখা গেছে, সড়ক অবরোধের কারণে দেবিদ্বারের পান্নারপুল স্টেশন থেকে মুরাদনগরের বাখরগনর পর্যন্ত সৃষ্টি হয়েছে তীব্র যানজট। গাড়ি চলাচল বন্ধ হওয়ায়, যে যার গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন পায়ে হেঁটে।
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, শিক্ষার্থীরা কোন সময় থেকে সড়কে নেমে কতক্ষণ অবস্থান করেছে আমার জানা নাই, এবং কোম্পানিগঞ্জ এলাকায় এ আন্দোলন নিয়ে কোনো আপত্তিকর ঘটনা ঘটেনি ।