মো.রেজাউল হক শাকিল ।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নেশার টাকার জন্য পরিবারের উপর নির্যাতনের অভিযোগে মুন্না (৩২) নামের এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার শশীদল ইউনিয়নের সীমান্তবর্তী গঙ্গানগর এলাকা থেকে তাকে আটকের পর এ সাজা দেওয়া হয়।
এর পূর্বে পরিবারের পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে প্রশাসনের নিকট একটি অভিযোগ দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত মুন্না ওই এলাকার মো. তৌহিদ মিয়ার ছেলে।
এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ ফারহানা পৃথা। এছাড়া ব্রাহ্মণপাড়া থানা পুলি এ অভিযানে সহযোগিতা করেন।
পরিবার জানায়, মুন্না প্রতিদিন মাদক সেবনের জন্য টাকা চেয়ে স্ত্রী, সন্তানকে মারধর করে। এ বিষয়ে এগিয়ে আসলে তাঁর বাবা ও ভাইসহ পরিবারের অন্যান্য সদস্যদেরও মারধর করে এবং গালমন্দ করে। দিনের পর দিন তাঁর এমন আচরণ সহ্য করতে না পেরে পক্ষ এর প্রতিকার চেয়ে প্রশাসনের নিকট অভিযোগ করেন মুন্নার পরিবার।
গতকাল মঙ্গলবার বিকেলে মুন্না মাদক সেবনের জন্য টাকা চেয়ে স্ত্রী, সন্তান ও ভাইয়ের উপর হামলা চালায়। এসময় প্রশাসনকে খবর দিলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ ফারহানা পৃথা থানা পুলিশের সহযোগিতায় তাঁকে ঘটনাস্থল থেকে আটক করে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ ফারহানা পৃথা বলেন, নেশার টাকার জন্য পরিবারকে মারধর ও মাদক সেবন করে সাধারণ মানুষের শান্তি বিনষ্ট করার বিষয়টি ওই যুবক ভ্রাম্যমাণ আদালতের নিকট স্বীকার করলে আদালত তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।