খলিলুর রহমান।।
গত ২০ জুলাই (শনিবার) প্রতি বছরের ন্যায় এবারও চাঁদপুর জেলার অন্যতম সংগঠন 'বক্সগঞ্জ ছাত্র ও সমাজ কল্যাণ সংগঠন'- এর পক্ষ থেকে রাস্তার পাশে, খালপাড়ে এবং এলাকার বিভিন্ন স্থানে বৃক্ষ রোপণ করা হয়।
এ সময় বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪ নং পালাখাল মডেল ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব মোঃ হাবিব মজুমদার (জয়)। উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য মোহাম্মদ জহিরুল ইসলাম, মোহাম্মদ মহিউদ্দিন আলমগীর,মোহাম্মদ ইমরান হোসাইন,মাহমুদুল হাসান মিলন, সাগর হোসেন সহ আরও উপস্থিত ছিলেন সংগঠনটির তৎকালীন সভাপতি নাঈম হোসেন, সহ-সভাপতি সবুজ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ সাব্বির আহমেদ সহ অন্যান্য সকল দায়িত্বশীলরা। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ সুমন মিয়াজি, সাইফুল ইসলাম, মাঝিগাছা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু নুমান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় সংগঠনটির উত্তরোত্তর সফলতা কামনা করে এবং সারা বাংলাদেশকে সবুজ বনায়নে রূপান্তরিত করার লক্ষ্যে বক্তব্য রাখেন অত্র ইউনিয়নের ইউপি চেয়ারম্যান জনাব মোঃ হাবিব মজুমদার (জয়), মহিউদ্দিন আলমগীর, সুমন মিয়াজী সহ সংগঠনের অন্যান্য সকল দায়িত্বশীল ব্যক্তি বর্গ।
উল্লেখ্য যে, 'বক্সগঞ্জ ছাত্র ও সমাজ কল্যাণ সংগঠন'-টি ২০১৮ সালে প্রতিষ্ঠিত হয়ে অদ্যাবধি স্ব-উদ্যোগে এবং অর্থায়নে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। গরীব শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা এবং সমাজের দরিদ্র মানুষদের বিভিন্নভাবে সাহায্য করে আসছে। এ সংগঠনটি জরুরী রক্তদান এবং সামাজিক উন্নয়নের লক্ষ্যে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে সবসময় অংশগ্রহণ করে আসছে।