দৈনিক কুমিল্লা।।
কুমিল্লা দেবিদ্বার উপজেলার ইউছুফপুর গ্রামে সৎ মায়ের কাছে খাবার চাওয়ায় ওরনা পেচিয়ে শ্বাসরোধ করে আবদুল্লাহ নামে ৫ বছরের এক শিশুকে হত্যা করছে লিজা আক্তার(২৫) নামে এক সৎ মা । নিহত শিশুটির বাবার নাম আমানুল্লাহ। শনিবার(১৩ জুলাই ) সকালে এ ঘটনা ঘটে। হত্যার পর লাশ বাড়ীর উঠানে রেখে গা ঢাকা দেওয়ার চেষ্ঠা করলে স্থানীয়রা তাকে আটক করে৷ পরে দেবিদ্বার থানা পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে৷
শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ নয়ন মিয়া বলেন, মর্মান্তিক এই ঘটনার সাথে যারা জড়িত দ্রুত সময়ের মধ্যে তাদেরকে আইনের আওতায় আনা হবে৷ এ বিষয়ে দেবিদ্বার থানায় হত্যা মামলা প্রক্রিয়াধীন আছে ৷