নেকবর হোসেন:
জেলা গোয়েন্দা শাখা, কুমিল্লার একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানার বাবুর্চি বাজার এলাকায় চট্টগ্রাম-ঢাকাগামী মহাসড়কের উপর হতে ৬০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
গতকাল (১২ জুলাই) তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, চৌদ্দগ্রাম থানার কমলপুর গ্রামের সেলিম মুন্সির ছেলে আশিকুল ইসলাম মুরাদ, কটপাড়া, চান্দিশকরা গ্রামের আব্দুল জলিলের ছেলে নাঈম হোসেন, লক্ষীপুর গ্রামের হাজী এনামুল হকের ছেলে সাঈদ আব্দুল্লাহ আল সাহাব সিয়াম।
উক্ত ঘটনার প্রেক্ষিতে চৌদ্দগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।